ম্যাচ শেষে ঢাকায় আক্রান্ত সচিন ভক্ত সুধীর গৌতম

মীরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে হওয়ার পর আক্রান্ত হলেন ভারতীয় দলের সমর্থক সুধীর গৌতম। সচিন তেন্ডুলকরের অন্ধ ভক্ত সুধীর সারা ক্রিকেট বিশ্বে ঘুরে দেশকে সমর্থন করেন। সেই সুধীর অভিযোগ করেন, রবিবার ম্যাচ শেষের পর কয়েকজন বাংলাদেশী সমর্থক স্টেডিয়ামের বাইরে তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁর কাছ থেকে জাতীয় পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।  

Updated By: Jun 22, 2015, 03:39 PM IST
ম্যাচ শেষে ঢাকায় আক্রান্ত সচিন ভক্ত সুধীর গৌতম

ওয়েব ডেস্ক: মীরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে হওয়ার পর আক্রান্ত হলেন ভারতীয় দলের সমর্থক সুধীর গৌতম। সচিন তেন্ডুলকরের অন্ধ ভক্ত সুধীর সারা ক্রিকেট বিশ্বে ঘুরে দেশকে সমর্থন করেন। সেই সুধীর অভিযোগ করেন, রবিবার ম্যাচ শেষের পর কয়েকজন বাংলাদেশী সমর্থক স্টেডিয়ামের বাইরে তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁর কাছ থেকে জাতীয় পতাকা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।  

ধস্তাধস্তিতে পতাকার লাঠিও ভেঙে যায় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে উপস্থিত দুইজন পুলিসকর্মী এসে তাঁকে উদ্ধার করে রিক্সায় তুলে দেন। কিন্তু একদল বাংলাদেশী সমর্থক রিক্সা লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে, ঢিলের আঘাতে রিক্সার টায়ার ফেটে যায় বলেও সুধীর অভিযোগ করেন। ক্রিকেট নেক্সট ডট কম নামক এক ওয়েবসাইটে সুধীর এই খবর জানান।

.