প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

বৃহস্পতিবার সকালে রূপোলী পর্দার নক্ষত্রপতন হয়েছিল। ৬৭ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় চলচ্চিত্রের 'চকোলেট বয়' ঋষি কাপুর। আর বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ফুটবলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন চুনী গোস্বামী।

Reported By: তন্ময় প্রামাণিক | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Apr 30, 2020, 11:02 PM IST
প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী

নিজস্ব প্রতিবেদন:  ভারতের ফুটবল জগতে নক্ষত্রপতন, চলে গেলেন চুনী গোস্বামী। পিকের পর চুনী। এক মাসের ব্যবধানেই চলে গেলেন ভারতীয় ফুটবলের আর এক কিংবদন্তি ফুটবলার। আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুবিমল গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে ময়দান জুড়ে শোকের ছায়া। শোকে মূহ্যমান ভারতীয় ফুটবল।

বৃহস্পতিবার সকালে রূপোলী পর্দার নক্ষত্রপতন হয়েছিল। ৬৭ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় চলচ্চিত্রের 'চকোলেট বয়' ঋষি কাপুর। আর বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ফুটবলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন চুনী গোস্বামী।

পরপর দু'বার হৃদরোগে আক্রান্ত হয়ে সবশেষ। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা বেজে ২৫ মিনিট।মারা গেলেন শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। ছেলে সুদীপ গোস্বামী জানান, "বৃহস্পতিবার সকালে বাবাকে আনা হয়েছিল, যোধপুর পার্কের অশোকা নার্সিংহোমে। পেটে জল জমে ছিল, সেটারই টিটমেন্ট করানোর জন্য। প্রত্যেক মাসে এইভাবে ডাক্তার দেখানোর জন্য তাকে ভর্তি করানো হতো। এদিনও সেকারণেই ভর্তি করানো হয়েছিল আগামিকাল অর্থাৎ শুক্রবার তার পেট থেকে জল বের করা হতো। সকালবেলায় সবই খাওয়া দাওয়া করেছেন কথা বলেছেন, গল্প করেছেন। বাড়ির গাড়িতেই চলে আসেন নার্সিংহোম ভর্তি হন। তারপর বিকেলে পরপর দুবার হার্টঅ্যাটাক। সবশেষ।"

চিকিৎসক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "পাশের বাড়িতে আমি থাকি। শেষ দু-তিন বছর আমার কাছেই চিকিৎসা চলছিল। আমি তার সবকিছু দেখভাল করতাম। মামা বলতাম। অত্যন্ত হাসিখুশি এবং গল্প শোনাতেন। আজকে পরপর দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হল.. চেষ্টা করলাম কিন্তু কিছু করতে পারলাম না।" 

মৃত্যুর সংবাদ পেয়ে নার্সিংহোমে চলে আসেন স্থানীয় কাউন্সিলর, বোরো চেয়ারম্যান, ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ অন্যান্য বিভিন্ন ক্লাবের সদস্য, কর্তা, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অনেকেই। অরূপ বিশ্বাস বলেন, "অপূরণীয় ক্ষতি। আমরা বড় মানুষকে হারালাম।" আজ রাতেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রবাদপ্রতিম ফুটবলারের।

আরও পড়ুন -  নক্ষত্রপতন! ঋষি কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

.