রাজনীতির বাইশ গজে তৃণমূলে ব্যাটসম্যান Manoj, গেরুয়া জার্সিতে Dinda
তারা দুজনেই একসঙ্গে খেলেছেন বাংলার হয়ে। কাঁধে কাঁধ রেখে বাংলাকে জিতিয়েছেন বহু ম্যাচ।
নিজস্ব প্রতিবেদন - মনোজের পাল্টা দিন্দা। বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেওয়ার দিনই বিজেপিতে যোগ দিলেন বাংলার অপর প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা । এতদিন এক দলে খেললেও এবার রাজনীতির সয়দানে সম্মুখ সমরে দুই বন্ধু।
তারা দুজনেই একসঙ্গে খেলেছেন বাংলার হয়ে। কাঁধে কাঁধ রেখে বাংলাকে জিতিয়েছেন বহু ম্যাচ। একজন ব্যাট হাতে করেছেন একের পর এক শতরান ও অন্যজন বল হাতে নিয়ে গেছেন উইকেটের পর উইকেট। তারা দুজনেই ভারতের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।
কিন্তু রাজনীতির ময়দানে দুজনে বেছে নিলেন আলাদা দল। প্রথমজন মনোজ তিওয়ারি ও দ্বিতীয়জন অশোক দিন্দা। বুধবারই সাহাগঞ্জে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় যোগদান করেন মনোজ তিওয়ারি। তাঁর সঙ্গে যোগদান করেন একাধিক টলিউড তারকাও। হাতে তৃণমূলের পতাকা নিয়ে মনোজ মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যা বলে অভিহিত করেন এবং নিজেকে ‘খেলোয়াড় মনোজ তিওয়ারি’ বলে সম্বোধন করেন। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী পোস্ট করতে দেখা যাচ্ছিল মনোজকে। তখন থেকেই তাকে নিয়ে জল্পনা দানা বাঁধছিল। বুধবার সেই জল্পনায় সিলমোহর পড়ল।
এদিকে বুধবারই শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বিজেপিতে জয়েন করলেন অশোক দিন্দা।