ক্লোজড ডোর স্টেডিয়ামে ইউরোর ম্যাচ

ফ্রান্সের পর বেলজিয়াম। ইউরোপের একের পর এক দেশ টার্গেট হচ্ছে জঙ্গিদের। জঙ্গি নাশকতায় নিরাপত্তাহীনতায় সেখানকার মানুষ। আর দুমাস পরই ফ্রান্সে শুরু ইউরো কাপ। নাশকতার  আশঙ্কা থেকেই যাচ্ছে। ইউরো চলাকালীন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না UEFA কর্তারা। পরিস্থিতি এমনই যে মাঠে বসে হয়তো প্রিয় দলের খেলা দেখা হবে না সমর্থকদের।  UEFA এর কার্যকরী কমিটির সহ-সভাপতি  জিয়ানকার্লো আবেতে স্বীকার করেছেন টুর্নামেন্ট চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না। যার ফলে নিরাপত্তার কারণে বেশ কিছু ম্যাচ ক্লোজড ডোর স্টেডিয়ামে করার কথা ভাবছে UEFA।

Updated By: Mar 23, 2016, 09:33 PM IST
ক্লোজড ডোর স্টেডিয়ামে  ইউরোর ম্যাচ

ব্যুরো: ফ্রান্সের পর বেলজিয়াম। ইউরোপের একের পর এক দেশ টার্গেট হচ্ছে জঙ্গিদের। জঙ্গি নাশকতায় নিরাপত্তাহীনতায় সেখানকার মানুষ। আর দুমাস পরই ফ্রান্সে শুরু ইউরো কাপ। নাশকতার  আশঙ্কা থেকেই যাচ্ছে। ইউরো চলাকালীন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না UEFA কর্তারা। পরিস্থিতি এমনই যে মাঠে বসে হয়তো প্রিয় দলের খেলা দেখা হবে না সমর্থকদের।  UEFA এর কার্যকরী কমিটির সহ-সভাপতি  জিয়ানকার্লো আবেতে স্বীকার করেছেন টুর্নামেন্ট চলাকালীন জঙ্গি হামলার আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না। যার ফলে নিরাপত্তার কারণে বেশ কিছু ম্যাচ ক্লোজড ডোর স্টেডিয়ামে করার কথা ভাবছে UEFA।

.