ইউরো কাপে স্প্যানিশ প্রত্যাবর্তন

ইতিহাস গড়ল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরপর দু`বার ইউরো সেরা হল স্প্যানিশরা। রবিবার কিয়েভে ইউরো কাপের ফাইনালে  ইতালিকে ৪-০ গোলে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসরা। আর সেই সঙ্গেই ৪ বছরের মধ্যে বিশ্বের কঠিনতম দু`টি টুর্মামেন্ট ৩ জেতার রেকর্ড করল ইকের ক্যাসিয়াসের দল।

Updated By: Jul 2, 2012, 08:52 AM IST

ইতিহাস গড়ল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। পরপর দু`বার ইউরো সেরা হল স্প্যানিশরা। রবিবার কিয়েভে ইউরো কাপের ফাইনালে  ইতালিকে ৪-০ গোলে হারিয়ে দিলেন ফ্যাব্রেগাসরা। আর সেই সঙ্গেই ৪ বছরের মধ্যে বিশ্বের কঠিনতম দু`টি টুর্মামেন্ট ৩ জেতার রেকর্ড করল ইকের ক্যাসিয়াসের দল। ৭০-এর পেলের ব্রাজিল, ৭৪-এর বেকেনবাওয়ারের জার্মানি, ৮৬-র মারাদোনার আর্জেন্তিনা, কিংবা ১৯৯৮-এর জিদানের ফ্রান্সের মতো সর্বকালের সেরা টিমগুলির সঙ্গে এক সারিতে চলে এল স্প্যানিশ আর্মাডার নাম।
ম্যাচ শুরুর প্রথম ১৪ মিনিটে হেডে গোল করে স্পেনকে এগিয়ে দেন দাভিদ সিলভা। এরপর সময় যত এগিয়েছে, ততই বেড়েছে ইতালির ওপর চাপ। আর ততই দুর্বল হতে দেখা গেছে আজুরিদের। গোটা ম্যাচ জুড়েই একপেশেভাবে মাঠে দাপট দেখিয়েছেন স্প্যানিশরা। বিরতির আগেই স্পেনের হয়ে ব্যবধান বাড়ান জোডি আলবা।

৮৪ মিনিটের মাথায় ফার্নান্ডো টোরেসের গোলে ব্যবধান ৩-০ হওয়ার পরই পুরোপুরি নিশ্চিত হয়ে যায় ইউরো কাপে স্প্যানিশদের পুনর্দখল। ইনিয়েস্তার বদলে নেমে জুয়ান মাটাও সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেন। খেলা শেষের এক মিনিট আগে তাঁর অনবদ্য পাসে বল চলে যায় গোলপোস্টের ভিতরে। বিশ্বফুটবলের প্রথম দল হিসাবে পরপর ৩টি বড় টুর্নামেন্ট জিতল স্পেন।
এদিন কিয়েভে ক্যাসিয়াসরা ইউরোপ সেরা হওয়ার পর দেশজুড়ে বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন স্প্যানিশ ফুটবলপ্রেমীরা। মাদ্রিদের রাস্তায় সারা রাত চলে সেলিব্রেশন। একই ছবি দেখা যায় স্পেনের অন্যান্য শহরেও। কিয়েভে খেলা শেষ হওয়ার পর শহরের মূলপ্রান্তে উচ্ছ্বাসে মাতেন স্প্যানিশ সমর্থকরা।

.