ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো হবে চিনে?
পরিস্থিতি পর্যালোচনা করতে নিজেদের মধ্যে ভিডিয়ো কনফারেন্সে বসেছিল লিগ কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো চিনে করার প্রস্তাব দিল ইপিএলের এক ক্লাব। করোনা সংক্রমনের জেরে আপাতত বন্ধ ইপিএল। কবে তা শুরু হবে জানা নেই কারোর!
পরিস্থিতি পর্যালোচনা করতে নিজেদের মধ্যে ভিডিয়ো কনফারেন্সে বসেছিল লিগ কর্তৃপক্ষ। সেখানেই এক ক্লাবের পক্ষ থেকে লিগ শেষ করার জন্য ইপিএল-কে চিনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কেননা চিনা করোনা সূত্রপাত হলেও পরিস্থিতি এখন অনেকটাই ভালো সে দেশে।
EPLশেষ না হলে প্রায় ১.৫ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে ইপিএলের ক্লাবগুলো। তাই বাকি লিগ শেষ করতে মরিয়া সবাই। আপাতত সেপ্টেম্বর পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। তাই জুলাইতেও লিগ শুরু করতে অসুবিধে নেই বলে মনে করছে ইপিএল কর্তৃপক্ষ। তবে চিনে নিয়ে যাওয়ার প্রস্তাব ধোপে টিকছে না।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় পাঁচ মন্ত্রে দেশবাসীর মনোবল বাড়াতে সচিন-সৌরভদের কাছে আবেদন নমোর