ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জ্যাক মাঘোমাকে দলে নিল লাল-হলুদ শিবির। বার্মিংহাম সিটির মিডফিল্ডারকে এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে খেলতে।

Updated By: Oct 19, 2020, 07:59 PM IST
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি: বিদেশি চয়নে বেশ কয়েকজন হেভিওয়েট ফুটবলারকে নিয়ে ইতিমধ্যেই চমক দেখিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ফের বিদেশি চয়নে চমক দেখাল এসসি ইস্টবেঙ্গল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার জ্যাক মাঘোমাকে দলে নিল লাল-হলুদ শিবির। বার্মিংহাম সিটির মিডফিল্ডারকে এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে খেলতে।

 

আরও পড়ুন- গোয়াতে ধুতি-পাঞ্জাবির খোঁজ করছেন এটিকেএমবি-র বাঙালি ফুটবলাররা

টটেনহ্যাম হটস্পারের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেন জ্যাক মাঘোমা। ইয়ুথ কেরিয়ার শেষ করার পর টটেনহ্যামের সিনিয়র দলে ডাক পান কঙ্গোর এই মিডফিল্ডার। এরপর শেফিল্ড আর বার্মিংহাম সিটির হয়ে খেলেন মাঘোমা। শেষ ৫ বছর বার্মিংহামেই খেলতেন তিনি। কঙ্গোর হয়ে জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। বার্মিংহামের জার্সিতে ১৬৮টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩২ বছরের এই মিডফিল্ডারের। ২০১৭-১৮ মরশুমে বার্মিংহামের বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন। ফলে মাঘোমাকে দলে নেওয়ায় রবি ফাউলারের দল অনেকটাই শক্তিশালী হল।

 

আরও পড়ুন- 

৬ জন বিদেশি চূড়ান্ত করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। এবার সপ্তম বিদেশির খোঁজে লাল-হলুদ। সপ্তম বিদেশির হিসাবে একজন 'নাম্বার নাইন'-কে চাইছেন কোচ রবি ফাউলার। অ্যান্থনি স্টোকসের নাম ভাসলেও সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গলে তার আসা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে চটজলদি উন্নতমানের একজন ফ্রি ফুটবলারকে সই করাতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। তবে কোচ রবি ফাউলারের সবুজ সংকেত মিললেই সেই সপ্তম বিদেশিকে চূড়ান্ত করা হবে। 

.