Jos Buttler: ফের বাবা হলেন বাটলার, সদ্যোজাতের ছবি দেখাল Rajasthan Royals
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট থেকে ব্রেক নিয়েছেন বাটলার।
নিজস্ব প্রতিবেদন: ইংরেজ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার (Jos Buttler) দ্বিতীয়বার বাবা হলেন। রবিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বাটলারের স্ত্রী লুসি। বাটলারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) সেই সদ্যোজাতের ছবি শেয়ার করল টুইটারে।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে ব্রেক নিয়েছেন বাটলার। সন্তানের জন্ম উপলক্ষ্যে স্ত্রীর পাশে থাকার জন্যই তিনি জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন। বাটলার তাঁর মেয়ের নাম রেখেছেন মারগোট। গত এপ্রিলে প্রথমবার বাবা হয়েছিলেন বাটলার। লুসির কোল আলো করে এসেছিল কন্যা সন্তান জর্জিয়া রোজ।
আরও পড়ুন: Sourav Ganguly: বিরাটদের দক্ষতায় মোহিত সৌরভ, ভারত-ইংল্যান্ড সিরিজের প্রশংসায় টুইট
(@rajasthanroyals) September 5, 2021
বাটলারের বদলে মঈন আলি চলতি ভারত-ইংল্যান্ড টেস্টে রুটের ডেপুটি হয়েছেন। বাটলার শুধু পঞ্চম টেস্টেই নয়, আইপিএলের দ্বিতীয় পর্বেও খেলবেন না। টি-২০ বিশ্বকাপেই তাঁকে ফের দেখা যাবে মাঠে। বাটলারের প্রতীক্ষায় ইংল্যান্ড দল। তিনি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)