একটু পরেই দিল্লিতে শুরু ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ

আজ দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটু পরেই শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল ইংল্যান্ড। তারপর থেকেই ঝলমলে ফর্মে জো রুটরা। উল্টো দিকে শ্রীলঙ্কাকে অনেক বেশি মলিন লাগছে। যদিও টি২০ ম্যাচে আগে থেকে কিছুই বলা যায় না। তাই জমিয়ে ম্যাচ দেখতে বসুন।

Updated By: Mar 26, 2016, 07:13 PM IST
 একটু পরেই দিল্লিতে শুরু ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ

ওয়েব ডেস্ক: আজ দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটু পরেই শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল ইংল্যান্ড। তারপর থেকেই ঝলমলে ফর্মে জো রুটরা। উল্টো দিকে শ্রীলঙ্কাকে অনেক বেশি মলিন লাগছে। যদিও টি২০ ম্যাচে আগে থেকে কিছুই বলা যায় না। তাই জমিয়ে ম্যাচ দেখতে বসুন।

ইংল্যান্ডের সম্ভাব্য দল - জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জোস বাটলার, ইওন মর্গান, বেন স্টোকস, মইন আলি, জর্ডন, ডেভিড উইলি, আদিল রশিদ এবং প্লাঙ্কেট।

শ্রীলঙ্কার সম্ভাব্য দল - চান্ডিমাল, দিলশান, থিরিমান্নে, কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, শ্রীবর্ধনা, থিসারা পেরেরা, সেনানায়েকে, হেরাথ, চামিরা এবং ভান্দারসে।

.