নকআউট লড়াইয়ের আগে টাইব্রেকার অনুশীলনে জোর দিল ইংল্যান্ড

প্রত্যেক বড় প্রতিযোগিতার আগেই ফেভারিট তকমা পায় ইংল্যান্ড। এবং প্রত্যেকবারের মতো এবারও এখনও পর্যন্ত ইউরো কাপে দারুণ কিছু খেলেনি রয় হজসনের দল। তাই, নক আউট লড়াইয়ের আগে টাইব্রেকার অনুশীলনের দিকে বাড়তি জোর দিল ইংল্যান্ড। প্রি কোয়ার্টারের লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। টাইব্রেকারে ইংল্যান্ডের ট্র্যাকরেকর্ড এককথায় শোচনীয়। শেষ সাতবারের মধ্যে ছয়বারই হারতে হয়েছে রুনিদের।

Updated By: Jun 24, 2016, 04:33 PM IST
নকআউট লড়াইয়ের আগে টাইব্রেকার অনুশীলনে জোর দিল ইংল্যান্ড

ওয়েব ডেস্ক: প্রত্যেক বড় প্রতিযোগিতার আগেই ফেভারিট তকমা পায় ইংল্যান্ড। এবং প্রত্যেকবারের মতো এবারও এখনও পর্যন্ত ইউরো কাপে দারুণ কিছু খেলেনি রয় হজসনের দল। তাই, নক আউট লড়াইয়ের আগে টাইব্রেকার অনুশীলনের দিকে বাড়তি জোর দিল ইংল্যান্ড। প্রি কোয়ার্টারের লড়াইয়ে আইসল্যান্ডের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। টাইব্রেকারে ইংল্যান্ডের ট্র্যাকরেকর্ড এককথায় শোচনীয়। শেষ সাতবারের মধ্যে ছয়বারই হারতে হয়েছে রুনিদের।

গতবার ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার তাই বাড়তি সতর্ক রয় হজসনের দল। এমনিতেই নক আউট চ্যালেঞ্জের আগে ইংল্যান্ড অনুশীলনে সিরিয়াস সব ফুটবলার। সিচুয়েশন প্র্যাকটিসের পাশাপাশি প্রতিদিন আলাদা করে পেনাল্টি মারছেন রুনি,ভার্ডিরা।

.