ICC World Cup 2019: চমকহীন দল! ইংল্যান্ডের প্রাথমিক বিশ্বকাপ দলে নেই জোফ্রা আর্চার
আলোচনার কেন্দ্রে জোফ্রা আর্চার। তাঁর বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চলছেই।
নিজস্ব প্রতিবেদন : প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তেমন কোনও চমক নেই। প্রাথমিকভাবে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ইসিবি নির্বাচকরা। দেশের মাটিতে বিশ্বকাপে মূলত পেস আক্রমণ দিয়েই দল সাজিয়েছে ব্রিটিশরা। দেশে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন ইয়ন মরগ্যান। তবে বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি জোফ্রা আর্চারের।
মার্ক উড, ক্রিস ওকস, ডেভিড উইলি, টম কুরান, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকসের মতো পেসার রয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে। আদিল রশিদের পাশাপাশি স্পিনার হিসেবে দলে রয়েছেন মঈন আলি এবং জো ডেনলি। জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জনি বেয়ারস্টো, জোস বাটলাররা প্রত্যাশিতভাবেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। তবে আলোচনার কেন্দ্রে জোফ্রা আর্চার। তাঁর বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চলছেই।
Jofra Archer has not been named in England's provisional 15-man squad for #CWC19.
He has, however, been included in England's squads to face Ireland and Pakistan in May.
FULL STORY https://t.co/jqm1j5BJI0 pic.twitter.com/BXV5x44gPT
— ICC (@ICC) April 17, 2019
এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই দুই সিরিজের দলে জায়গা পেয়েছেন জোফ্রা আর্চার। টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পেলেও ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে বিশ্বকাপ দলে আর্চারকে নেওয়া হতেও পারে বলে সেদেশের ক্রিকেট মহলের একাংশ মনে করছে।
BREAKING: @englandcricket announce their #CWC19 squad! pic.twitter.com/kInGrqpgUx
— Cricket World Cup (@cricketworldcup) April 17, 2019
ইংল্যান্ডের বিশ্বকাপ দল (প্রাথমিক) : ইয়ন মরগ্যান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, জোস বাটলার, বেন স্টোকস, ক্রিস ওকস, জো ডেনলি, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, টম কুরান, ডেভিড উইলি, মার্ক উড।
আরও পড়ুন - চাপের মুখে সিদ্ধান্ত বদল! বিশ্বকাপের ভারতীয় দলে স্ট্যান্ড-বাই ঋষভ-রায়াড়ু