England vs New Zealand: ম্যাকালাম-স্টোকস জমানার শুভারম্ভ, ব্রিটিশদের কাছে কিউয়িদের হোয়াইটওয়াশ

নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ডেকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। বেন স্টোকসরা তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ হারাল কেন উইলিয়ামসনদের।

Updated By: Jun 27, 2022, 09:17 PM IST
England vs New Zealand: ম্যাকালাম-স্টোকস জমানার শুভারম্ভ, ব্রিটিশদের কাছে কিউয়িদের হোয়াইটওয়াশ
ট্রফি নিয়ে স্টোকসদের উচ্ছ্বাস

নিউজিল্যান্ড ৩২৯ ও ৩২৬

ইংল্যান্ড ৩৬০ ও ২৯৬/৩

৭ উইকেটে জয়ী ইংল্যান্ড

ম্যাচের সেরা জ্যাক লিচ- ৫/১০০, ৫/৬৬

সিরিজের সেরা জো রুট- ৩৯৬ রান ও ১ উইকেট

নিজস্ব প্রতিবেদন: নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ডেকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। বেন স্টোকসরা তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ হারাল কেন উইলিয়ামসনদের। প্রথম টেস্টে লর্ডসে ইংল্যান্ড ৫ উইকেটে জেতে, দ্বিতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে স্টোকস অ্যান্ড কোং জেতে আবারও সেই ৫ উইকেটে। লিডসে তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাকালামের শিষ্যরা জিতল ৭ উইকেটে। ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে স্টোকস-ম্যাকালাম জমানার শুভারম্ভ হল। আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। গতবছরে অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। 

লিডসে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৯ রান (ড্যারিল মিচেল ১০৯) তুলেছিল। বল হাতে ইংল্যান্ডের হয়ে ছাপ রাখেন ক্যাপ্টেন ব্রড। তিন উইকেট নেন তিনি। ৫ উইকেট নেন জ্যাক লিচ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড ৩৬০ রান করেন। ঘরের ছেলে জনি বেয়ারস্টো করেন ১৬২ রান। জেমি ওভারটনের ব্যাট থেকে আসে ৯৭ রান। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৩ উইকেট পান টিম সাউদি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৩২৬ রান তোলে। টম ল্যাথাম (৭৬) ও টম ব্লান্ডেল (৮৮) বড় রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ফের লিচ নেন ৫ উইকেট। এই টেস্ট জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট ছিল ২৯৬ রান। অলি পোপ (৮২), জো রুট (৮৬) ও জনি বেয়ারস্টোর (৭১) ব্যাটে তিন উইকেট হারিয়ে এই রান তুলে নেন ইংরেজরা।

আরও পড়ুন: Yuzvendra Chahal: ঠাণ্ডায় কাঁপছেন, তিনটি সোয়েটার পরে মাঠে নামলেন লেগ স্পিনার

আরও পড়ুনMalti Chahar, Deepak Chahar: মাঠ কাপাচ্ছেন দাদা, নেট কাঁপাচ্ছেন সুপার মডেল বোন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

 

.