টি-টোয়েন্টি ব্যাটসম্যান দিয়ে টেস্ট জিততে চায় ইংল্যান্ড
বিশাখাপত্তনমে হারের পর দলে রদবদলের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড দল এবং অধিনায়ক অ্যালিস্টার কুক। মোহালি টেস্টের আগে ইংল্যান্ড দলে ডাক পেলেন জস বাটলার। উইকেটকিপার বেন ডাকেটের খারাপ পারফরম্যান্সের পর টেস্টে আনকোরা জস বাটলারকেই খেলানোর কথা ভাবছে ইংল্যান্ড। তাই ইংল্যান্ড থেকে ভারতে উড়ে এলেন উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। আরও পড়ুন- ৫ বছরের নতুন সচিন হঠাত্ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক: বিশাখাপত্তনমে হারের পর দলে রদবদলের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড দল এবং অধিনায়ক অ্যালিস্টার কুক। মোহালি টেস্টের আগে ইংল্যান্ড দলে ডাক পেলেন জস বাটলার। উইকেটকিপার বেন ডাকেটের খারাপ পারফরম্যান্সের পর টেস্টে আনকোরা জস বাটলারকেই খেলানোর কথা ভাবছে ইংল্যান্ড। তাই ইংল্যান্ড থেকে ভারতে উড়ে এলেন উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। আরও পড়ুন- ৫ বছরের নতুন সচিন হঠাত্ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন বাটলার। রানের গড় ৩০। তবে ভারতের উইকেটে খেলার অভিজ্ঞতা থেকেই ইংল্যান্ড দলে সুযোগ পাচ্ছেন বাটলার, মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। একদিনের আন্তর্জাতিক এবং ক্রিকেটের ছোট ফর্ম্যাটে বাটলার সবার নজর কেড়েছেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ৮১টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, যার মধ্যে ৪টি ম্যাচে শতরান হাঁকিয়েছেন তিনি। অর্ধ শতরান আছে ১২টি। এবার টেস্টে বাটলার কি কামাল দেখান তা সময়ই বলবে। তবে ইংল্যান্ড দলের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের জন্যই ডাকেটের পরিবর্তে বাটলারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।