বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল ইংল্যান্ড
১৮ জুন তিউনিসিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদন : নাইজেরিয়ার পর কোস্টা রিকা বধ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টা রিকাকে ২-০ গোলে হারাল ইংল্যান্ড।
Right, @dele_official Cross or Shot? Good team performance to round off the friendlies before Russia @England pic.twitter.com/WJ3YR92RXD
— Danny Welbeck (@DannyWelbeck) June 7, 2018
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে কোস্টা রিকাকে হারাতে পারেনি ইংল্যান্ড। সেবারহ গোলশূন্য ড্র করেছিল তারা। চার বছর পর সেই কোস্টা রিকার সঙ্গে সাক্ষাতে দুরন্ত জয় পেল সাউথগেটের ছেলেরা। বৃহস্পতিবার লিডসে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ এবং ম্যাচ জুড়ে আধিপত্য ধরে রাখে ইংরেজরা। ম্যাচের ১৩ মিনিটে ২৫ গজ দূর থেকে র্যাশফোর্ডের দুরন্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানি ওয়েলবেক।
আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' :কাজান অ্যারেনা
১৮ জুন তিউনিসিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে ইংল্যান্ড। অন্যদিকে ১৭ জুন সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে রাশিয়ায় বিশ্বকাপ শুরু করবে কোস্টা রিকা।