ওয়েলসের বিরুদ্ধে এক-শূন্যতে পিছিয়ে থেকে ২-১ গোলে জয় ইংল্যান্ডের
ড্যানিয়েল স্টুরিজের শেষ মূহুর্তের গোল সম্মান বাঁচাল ইংল্যান্ড কোচ রয় হজসনের। একই সঙ্গে ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে বি-গ্রুপের শীর্ষে পৌছে দিল ইংল্যান্ডকে।
ওয়েব ডেস্ক: ড্যানিয়েল স্টুরিজের শেষ মূহুর্তের গোল সম্মান বাঁচাল ইংল্যান্ড কোচ রয় হজসনের। একই সঙ্গে ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে বি-গ্রুপের শীর্ষে পৌছে দিল ইংল্যান্ডকে।
বেলের অবিশ্বাস্য ফ্রি-কিক
প্রতিবেশী ওয়েলসের সঙ্গে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল অনেক আগে থেকেই। মাঠের বাইরে বাগযুদ্ধে মেতেছিলেন ওয়েলস তারকা বেল এবং হজসন। এদিন দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে ওয়েলসকে এগিয়ে দিয়েছিলেন বেলই। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়েছিল ওয়েলস। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরান ইংল্যান্ডের দুই সুপার সাব জেমি ভার্ডি এবং ড্যানিয়েল স্টুরিজ। লেস্টারকে ইপিএল জেতানোর অন্যতম মূল কারিগর ভার্ডি এদিন আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করে সমতায় ফেরান ইংল্যান্ডকে। ৯০ মিনিট পার করে ম্যাচ যখন ইনজুরি টাইমে পৌছেছে তখন নাটকীয়ভাবে ইংল্যান্ডকে জয় এনে দেন স্টুরিজ। ফলে শেষ ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে ড্র করলেই শেষ ষোলোয় চলে যাবে ইংল্যান্ড।