মইন আলির দুরন্ত রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই

Updated By: Aug 8, 2017, 02:55 PM IST
মইন আলির দুরন্ত রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই

ওয়েব ডেস্ক: বিশ্বরেকর্ড করলেন ইংরেজ অলরাউন্ডার মইন আলি। এমন এক রেকর্ড, যা কিনা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই। তিনিই বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে চার টেস্টের সিরিজে আড়াইশোর উপর রান করলেন এবং ২৫টি উইকেট পাওয়া বোলার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এই দুর্দান্ত রেকর্ড করলেন তিনি। এই সিরিজে ব্যাট হাতে মইনের পারফরম্যান্স হল ২৫২ রান। আর বল হাতে তিনি পেয়েছেন ২৫টি উইকেট।

আরও পড়ুন ক্যাপ্টেন কোহলিকে নিয়ে রনতুঙ্গা যা বললেন, আপনি একমত?

এরকমই প্রায় একটি কাজ করেছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনও। ২০১৬ সালের ইংল্যান্ড সফরে গিয়ে অশ্বিন মোট ৩০৬ রান করেছিলেন। আর উইকেট নিয়েছিলেন ২৮টি। কিন্তু অশ্বিনের এই পারফরম্যান্সও মইন আলিকে পিছনে ফেলতে পারছে না। কারণ, অশ্বিনের ওই পারফরম্যান্স ছিল পাঁচ টেস্টের সিরিজে। মইন যে এবার চার টেস্টেই এমন পারফরম্যান্স করেছেন।

আরও পড়ুন  রাজধানী দিল্লি থেকে শুরু হবে অনূর্ধ্ব সতরো বিশ্বকাপের ট্রফি ট্যুর

 

.