Emiliano Martinez In Kolkata: 'মেসি ভিন গ্রহের, সে সর্বশ্রেষ্ঠ, রোনাল্ডো শুধুই ফুটবলার!'

Emiliano Martinez Says Messi is Greatest Ronaldo just a footballer: এমি মার্টিনেজের অভিধানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোনও জাগয়া নেই। তিনি লিয়োনেল মেসিতেই মজে আছেন। ফের একবার বুঝিয়ে দিলেন কলকাতায় এসে।  

Updated By: Jul 4, 2023, 02:50 PM IST
 Emiliano Martinez In Kolkata: 'মেসি ভিন গ্রহের, সে সর্বশ্রেষ্ঠ, রোনাল্ডো শুধুই ফুটবলার!'
মার্টিনেজ মেসিতেই আছেন মজে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু হওয়ার আগে থেকেই, একটা কথাই বারবার সকলে বলছিলেন, লিওনেল মেসির (Lionel Messi) হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেছেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার (Diego Maradona) আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। আর্জেন্টিনা ( Argentina vs France) ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। সাতটি গোল ও তিনটি অ্যাসিস্টের জন্য মেসির হাতে উঠেছিল সোনার বুট। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 'লা পুলগা' বিশ্বকাপে দু'বার সোনার বুট জেতার নজির গড়েন। মেসির ভুবনজয়ী দলের অন্যতম যোদ্ধা ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। কাতারে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনায় নায়কের হাতে উঠেছিল গোল্ডেন গ্লাভস। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে মেসির চেয়ে কোনও অংশে কম ভূমিকা নেই এমির। টুর্নামেন্টের সেরা গোলকিপার হওয়ার জন্যই তাঁর হাতে উঠেছিল গোল্ডেন গ্লাভস। দুরন্ত মেজাজে অবধারিত সব গোল রুখে, ট্যাঙ্গো নাচ করে গ্যালারি মাতিয়েছেন তিনি। সেই এমিই এখন কলকাতায়। বিশ্বকাপ ফাইনালের সাত মাসের মধ্যে তিলোত্তমায় লিয়োর সতীর্থ। মার্টিনেজ কলকাতা এসে আবারও বুঝিয়ে দিলেন যে, তিনি মেসিতেই মজে। 

আরও পড়ুন: Emiliano Martinez In Kolkata: দুই প্রধানের সদস্যপদ 'দিবু'কে! ইস্ট-মোহনের নামে জয়ধ্বনি ভুবনজয়ীর মুখে

মঙ্গলবার দুপুরে মিলন মেলায় এক অনুষ্ঠানে পাওয়া গিয়েছিল এমিকে। মেসির প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মার্টিনেজের আবেগ স্পষ্ট ফুটে উঠেছিল। তিনি বলেন, 'মেসি বিশ্বের সেরা ফুটবলার। কাতারে বিশ্বকাপ জেতার পর ও  আমাকে এসে বলেছিল, আমি আর্জেন্টিনাকে বাঁচিয়েছি। আমি বলব, বিশ্বের সেরা ফুটবলারের হাতে আমি বিশ্বকাপ তুলে দিতে পেরেছি।' মেসিকে নিয়ে কথা হচ্ছে আর রোনাল্ডোর সঙ্গে তুলনা হবে না, সেটা হতে পারে না। এমি এই প্রসঙ্গে একেবারে সোজা ব্যাটে খেললেন, এমি বুঝিয়ে দিলেন যে, তাঁর অভিধানে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী, ফুটবলের গ্রহের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের কোনও জায়গাই নেই। এমি বলেন, 'দেখুন মেসি অন্য় গ্রহের, সে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার, আমার চোখে রোনাল্ডো শুধুই একজন ফুটবলার! মেসির জায়গা কেউ নিতে পারবে না। ও বর্ন উইনার। প্রতি ম্যাচের আগে আমাদের সঙ্গে কথা বলে। মেসি অবসার নেওয়ার পর ওর মতো কাউকে পাওয়া যাবে না।' এমি কলকাতায় এসে হুঙ্কার ছেড়েছেন। বলে দিলেন যে, তাঁরাই ফের কোপা আমেরিকা জিতবেন। পাশাপাশি ছাব্বিশের বিশ্বকাপও উঠবে তাদের হাতে। এমি জানিয়েছেন মেসিকে তাঁরা সিংহ বলেই ডাকেন। কলকাতার মানুষের আর্জেন্টিনার প্রতি আবেগ দেখে আপ্লুত হয়েছেন এমি। তিনি বলেছেন বিশ্বকাপ জিততে না পারলে হয়তো এই স্বপ্নপূরণ হত না। বিশ্বকাপ ফাইনালে পেনাল্টির আগে প্রতিপক্ষের ফুটবলারদের মনোযোগ নষ্ট করা পরিকল্পনার মধ্যে ছিল বলেই জানিয়েছেন এমি। ফুটবলের অন্যতম বর্ণময় চরিত্র মিলন মেলার মঞ্চ ছাড়ার আগে জানিয়েছেন যে, অল্পবয়সি ছেলেদের দেখলে তিনি খুব আবেগি হয়ে পড়েন। অত্যন্ত গরিব পরিবারে নিজের বেড়ে ওঠার কথা তাঁর মনে পড়ে যায়।

মার্টিনেজ বিশ্বকাপ জিতেও বিতর্কে জড়িয়েছিলেন।ফাইনালের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানে, হাতে গোল্ডেন গ্লাভস নিয়ে অত্যন্ত অশালীন ভঙ্গি করেছিলেন ক্যামেরার দিকে তাকিয়ে! এমি এক রেডিও সাক্ষাৎকারে বলেছিলেন, 'ফরাসিরা আমাকে টিটকিরি দিয়েছিল। তাই আমি ওই অঙ্গভঙ্গি করেছিলাম। আমার কাছে অহংকারের কোনও জায়গা নেই। আমরা অনেক সহ্য করেছি।' বিশ্বকাপের আগে ও পরে মার্টিনেজ ও কিলিয়াম এমবাপের ডুয়েলও ছিল আলোচনায়। ড্রেসিংরুমে জয় উদযাপন করার সময় এমবাপেকে প্রবল বিদ্রুপ করেছেন তিনি। বিজয় মিছিলে বুয়েন্স আইরেসের রাস্তায় ছাদখোলা বাসে এমবাপের ছবি লাগানো পুতুল নিয়ে মজা করেছেন তিনি। এই ঘটনার পরে তীব্র রোষানলে পড়েছিলেন এমি।

আরও পড়ুন: WATCH | Emiliano Martinez: 'আই অ্যাম দ্য বাজপাখি অফ বাংলাদেশ'! হাসিনা-মাশরাফির সঙ্গে সাক্ষাৎ বিশ্বকাপ জয়ীর
 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.