Emami East Bengal: লাল-হলুদের ষষ্ঠ বিদেশি কে? জানিয়ে দিলেন কনস্ট্যানটাইন

এশীয় কোটার ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। 

Updated By: Aug 22, 2022, 11:42 PM IST
Emami East Bengal: লাল-হলুদের ষষ্ঠ বিদেশি কে? জানিয়ে দিলেন কনস্ট্যানটাইন

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ডুরান্ড কাপে যেদিন অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল, সেদিনই দলের ষষ্ঠ বিদেশির নাম জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডন ও'ডোহার্ডি। ভারতে আসার অস্ট্রেলিয়ার এ লিগে ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। এশীয় কোটার এই বিদেশি ফুটবলারটি সই পর্বও মিটে গিয়েছে। 

এদিন যুবভারতীতে ডুরান্ড কাপের প্রথম ম্য়াচে প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভির। ম্যাচে গোলের একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করলেন লাল-হলুদ ফুটবলাররা। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করল ইমামি ইস্টবেঙ্গল। ডার্বিতে আর হাতে আর মাত্র একটা ম্যাচ। রাজস্থানের বিরুদ্ধে খেলবে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা। প্রথম ম্যাচে এই রাজস্থানের কাছেই ৩-২ হেরেছে এটিকে মোহনবাগান। 

আরও পড়ুন: Emami East Bengal: ড্র দিয়েই ডুরান্ড অভিযান শুরু লাল-হলুদের

৩ ব্রাজিলিয়ান, একজন স্প্যানিশ আর একজন সাইপ্রাসের। ৫ বিদেশি ফুটবলার ইতিমধ্যেই সই করিয়ে  ফেলেছে ইনামি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, তাঁদের নাম ও সংক্ষিপ্ত বায়োডেটাও প্রকাশ করা হয়েছে। এশীয় কোটার ষষ্ঠ বিদেশি কে হবে? ডুরান্ড কাপের প্রথম ম্যাচে পর জল্পনা ইতি টানলেন খোদ ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। বস্তুত, দলের বিদেশি ফুটবলারদের তিনিই পছন্দ করেছেন বলে সূত্রের খবর।

ইস্টবেঙ্গলের ৫ বিদেশি ফুটবলারের সংক্ষিপ্ত বায়োডেটা

১) চারাল্যামবোস কাইরিয়াকু: ৩২ বছরের সাইপ্রাসের ডিফেন্ডার নিজের দেশের হয়ে খেলেছেন ১১ বার। জিতেছেন ঘরোয়া সব ট্রফি। আগামিকাল অর্থাৎ শনিবার ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলার হিসাবে কলকাতায় পা রাখছেন কাইরিয়াকু।

২) ইভান গঞ্জালেজ: ৩২ বছরের স্প্যানিশ ডিফেন্ডার বিগত দুই মরশুমে এফসি গোয়ার হয়ে ৪২ ম্যাচের মধ্যে খেলেছেন ৩৬ ম্যাচ। রিয়াল মাদ্রিদের যুব প্লেয়ার গত মরশুমে গোয়ার জার্সিতে জিতেছেন ডুরান্ড কাপ

৩) অ্যালেক্স লিমা: ৩৩ বছরের ব্রাজিলিয়ান বৈচিত্র্যময় মিডফিল্ডার বিগত দুই মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে ৪২ ম্যাচের মধ্যে ৪১ ম্যাচ খেলেছেন। ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে জিতেছেন লিগ উইনার্শ শিল্ড। 

 ৪) ক্লেটন সিলভা: ৩৫ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে বিগত দুই মরশুমে ৩৭ ম্যাচ খেলেছেন। করেছেন ১৬টি গোল। সাতটি গোল করিয়েছেন। 

৫) এলিয়ান্দ্রো: ৩২ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিথুয়ানিয়া ও মালটার পাশাপাশি থাইল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন। বিগত আড়াই মরশুমে করেছেন ২৩ গোল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.