ছাড়পোকার কামড় খেয়ে হাসপাতালে আট ক্রিকেটার

প্রথম শ্রেণীর টুর্নামেন্ট।

Updated By: Sep 5, 2018, 06:48 PM IST
ছাড়পোকার কামড় খেয়ে হাসপাতালে আট ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি : গল্প নয় সত্যি! খবরটা শুনে আপনি ভাবতে পারেন, এমন আবার হয় নাকি! ক্রিকেট মানে জেন্টলম্যানস গেম। এই খেলায় মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সবই থাকে ঝকঝকে। সেখানে ছাড়পোকা আসবে কোথা থেকে! কিন্তু আপনার ভাবনা ভুল। জেন্টলম্যান্স গেম-এই এমন কাণ্ড ঘটল। পাকিস্তানের প্রথম শ্রেণীর টুর্নামেন্টের এক ম্যাচে ড্রেসিংরুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে যেতে হল আট ক্রিকেটারকে।

আরও পড়ুন-  শিক্ষক দিবসে কোচকে গাড়ি উপহার দিয়েছিলেন বিরাট

প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। ফলে সেখানে ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি, সবই ঝকঝকে-তকতকে থাকার কথা। কিন্তু আদতে তেমন ছিল না। ড্রেসিংরুমে ছারপোকার রাজত্ব! ছাড়পোকার আক্রমণের শিকার ইমরান ফারহাত। পাকিস্তানের জার্সি গায়ে ৪০ টেস্ট ও ৫৮ ওয়ান-ডে খেলা এই ব্যাটসম্যান সোশ্যাল সাইটে জানিয়েছেন এমন অবিশ্বাস্য খবর। কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ চলছিল ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদের।

আরও পড়ুন-  কোন যুক্তিতে এখনও ইতিবাচক বিরাট? সওয়াল সৌরভের

ইসলামাবাদের এই মাঠের দুর্দশা ভিডিও করে টুইটারে করেছেন ৩৬ বছর বয়সী এই পাক ব্যাটসম্যান। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন তিনি। ফারহাত তাঁর টুইটে লেখেন, ''ছারপোকার কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।''

এর আগে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের খারাপ অবস্থা নিয়ে ভিডিও পোস্ট করেন পাকিস্তানের মিসবাহ-উল হক। টুইট করে তিনি বলেছিলেন, ''এটা কোনও গুদাম ঘর নয়। এটা একটা ক্রিকেট মাঠ। ক্রিকেটারদের এর থেকে ভাল পরিকাঠামো প্রাপ্য।''

.