শহরে ফিরল লাল হলুদ
জর্ডন থেকে আজ সকালে শহরে ফিরল টিম ইস্টবেঙ্গল। এএফসি কাপে টানা পাঁচ ম্যাচে হারতে হয়েছে টোলগেদের। শেষ ম্যাচে আল আরুবার কাছে এক-চার গোলে হারতে হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে হতাশ কোচ মরগ্যান। আই লিগে এখনও দুটো ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই এএফসি কাপের পারফরম্যান্সের প্রভাব যাতে টোলগেদের খেলায় না পড়ে, সেদিকে সতর্ক লাল-হলুদের ব্রিটিশ কোচ।
জর্ডন থেকে আজ সকালে শহরে ফিরল টিম ইস্টবেঙ্গল। এএফসি কাপে টানা পাঁচ ম্যাচে হারতে হয়েছে টোলগেদের। শেষ ম্যাচে আল আরুবার কাছে এক-চার গোলে হারতে হয়েছে তাদের। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে হতাশ কোচ মরগ্যান। আই লিগে এখনও দুটো ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই এএফসি কাপের পারফরম্যান্সের প্রভাব যাতে টোলগেদের খেলায় না পড়ে, সেদিকে সতর্ক লাল-হলুদের ব্রিটিশ কোচ।
আই লিগে পরের দুটো ম্যাচ জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থেকে শেষ করাই এখন লক্ষ্য টোলগেদের। পাশাপাশি রয়েছে ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও। তাই মরগ্যান মনে করছেন,বাকি তিনটে ম্যাচের জন্য ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্স বার করে আনার চ্যালেঞ্জ হতে চলেছে তার কাছে।