সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

ফেডারেশন কাপে ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল। দিল্লিতে সালগাঁওকরকে হারিয়ে সুপার কাপ জিতে নিল ট্রেঊর মরগ্যানের ছেলেরা। নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য থাকার পর,খেলার মীমাংসা হয় টাইব্রেকারে।

Updated By: Oct 18, 2011, 09:56 PM IST

ফেডারেশন কাপে ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল। দিল্লিতে সালগাঁওকরকে হারিয়ে সুপার কাপ জিতে নিল ট্রেঊর মরগ্যানের ছেলেরা।
নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য থাকার পর,খেলার মীমাংসা হয় টাইব্রেকারে। সুপার কাপের ম্যাচে টোলেগেকে বাইরে রেখে দল নামিয়েছিলেন মরগ্যান। তবে ম্যাচে আগাগোড়া প্রাধান্য দেখান গও,রবিনরা।কিন্তু একাধিক সুযোগ নষ্ট করায় কাঙ্খিত গোল আসেনি। নির্ধারিত নব্বই মিনিটে কোন দলই গোল করতে পারেনি।শেষঅবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সালগাঁওকরের যশপালের শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গুরপ্রীত। অপরদিকে ইস্টবেঙ্গলের রবীন্দ্রর সিংয়ের শট বাঁচান করণজিত।টাইব্রেকারেও ম্যাচের মীমাংসা না হওয়ার পর সাডেনডেথে ট্রফি জেতে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে জয়সূচক শটটি নেন সৈকত সাহা রায়।

.