শনিবারের ডার্বিতে স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে ঘুঁটি সাজাচ্ছেন দুদলের কোচই

শনিবারের ডার্বিতে স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে ঘুঁটি সাজাচ্ছেন দুদলের কোচই। একদিকে মোহনবাগান কোচ সঞ্জয় সেন ঘরোয়া লিগের হারের বদলা নিতে মরিয়া। অন্যদিকে বিশ্বজিত ভট্টাচার্যও চান জয়ের ধারা অব্যাহত রাখতে। সঞ্জয় সেন আর বিশ্বজিত ভট্টাচার্য। শনিবারের ডার্বিতে  দুই বন্ধু দুই চিরপ্রতিন্দন্দ্বী দলের কোচ। ঘরোয়া লিগে মরসুমের প্রথম ডার্বিতে আই লিগ জয়ী সঞ্জয় সেনকে টেক্কা দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিত ভট্টাচার্য। তরুণ ব্রিগেড নিয়ে চার গোল হজম করতে হয়েছিল সঞ্জয় সেনকে। সেই দিন থেকে শনিবারের জন্য অপেক্ষা করেছিলেন বাগান কোচ। কেননা এই ম্যাচ আদতে সঞ্জয় সেনের জ্বালা মেটাবার ম্যাচ। ফুটবলার হিসাবে কখনও বড়ম্যাচ খেলেননি বাগান কোচ। উল্টোদিকে ফুটবলার  হিসাবে ডার্বিতে পোড়খাওয়া বিশ্বজিত ভট্টাচার্য। শনিবারের বড়ম্যাচের আগে এটাকে গুরুত্বই দিচ্ছেন না সঞ্জয় সেন। একইসঙ্গে লিগের বড়ম্যাচে জয়কে মাথায় না রেখে শনিবারের ম্যাচ নিয়েই মনোনিবেশ করতে চান বিশ্বজিত ভট্টাচার্য।

Updated By: Jan 22, 2016, 11:39 PM IST
শনিবারের ডার্বিতে স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে ঘুঁটি সাজাচ্ছেন দুদলের কোচই

ওয়েব ডেস্ক: শনিবারের ডার্বিতে স্ট্র্যাটেজিতে বাজিমাত করতে ঘুঁটি সাজাচ্ছেন দুদলের কোচই। একদিকে মোহনবাগান কোচ সঞ্জয় সেন ঘরোয়া লিগের হারের বদলা নিতে মরিয়া। অন্যদিকে বিশ্বজিত ভট্টাচার্যও চান জয়ের ধারা অব্যাহত রাখতে। সঞ্জয় সেন আর বিশ্বজিত ভট্টাচার্য। শনিবারের ডার্বিতে  দুই বন্ধু দুই চিরপ্রতিন্দন্দ্বী দলের কোচ। ঘরোয়া লিগে মরসুমের প্রথম ডার্বিতে আই লিগ জয়ী সঞ্জয় সেনকে টেক্কা দিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিত ভট্টাচার্য। তরুণ ব্রিগেড নিয়ে চার গোল হজম করতে হয়েছিল সঞ্জয় সেনকে। সেই দিন থেকে শনিবারের জন্য অপেক্ষা করেছিলেন বাগান কোচ। কেননা এই ম্যাচ আদতে সঞ্জয় সেনের জ্বালা মেটাবার ম্যাচ। ফুটবলার হিসাবে কখনও বড়ম্যাচ খেলেননি বাগান কোচ। উল্টোদিকে ফুটবলার  হিসাবে ডার্বিতে পোড়খাওয়া বিশ্বজিত ভট্টাচার্য। শনিবারের বড়ম্যাচের আগে এটাকে গুরুত্বই দিচ্ছেন না সঞ্জয় সেন। একইসঙ্গে লিগের বড়ম্যাচে জয়কে মাথায় না রেখে শনিবারের ম্যাচ নিয়েই মনোনিবেশ করতে চান বিশ্বজিত ভট্টাচার্য।
গ্লেন-র‍্যান্টি-সোনি-বেলোদের মতই শনিবার সবার চোখ থাকবে দুই দলের রিজার্ভ বেঞ্চের দিকেও। অতীতে বহু কোচ স্ট্র্যাটেজি দিয়ে ডার্বিতে বড়ম্যাচে বাজিমাত করেছেন। সঞ্জয় সেন-বিশ্বজিত ভট্টাচার্যও ঘুঁটি সাজাচ্ছেন একে অপরকে টেক্কা দেওয়ার জন্য।

.