ডুরান্ডে সিনিয়র দল নামাচ্ছে না ইস্টবেঙ্গল!

শতবর্ষে ঘরোয়া লিগ বাড়তি গুরুত্ব পাচ্ছে লাল-হলুদে।

Updated By: Jul 23, 2019, 06:57 PM IST
ডুরান্ডে সিনিয়র দল নামাচ্ছে না ইস্টবেঙ্গল!

নিজস্ব প্রতিবেদন : দোসরা অগাস্ট থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। কিন্তু ডুরান্ডে নিজেদের সেরা দল নামাচ্ছে না ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-১৯ দলকেই খেলতে দেখা যাবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে।

আইএসএল-এর ক্লাব- এটিকে, এফসি গোয়া, জামশেদপুর এফসি তাদের রিজার্ভ দল পাঠাচ্ছে ডুরান্ডে। এবার সেই পথেই হাঁটল ইস্টবেঙ্গলও। লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো আর টিম ম্যানেজমেন্টে যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, ঘরোয়া লিগ আর ডুরান্ড একসঙ্গে চলবে। শতবর্ষে ঘরোয়া লিগ বাড়তি গুরুত্ব পাচ্ছে লাল-হলুদে। তাই বিদেশি সহ সেরা দল কলকাতা লিগে মাঠে নামবে।

আরও পড়ুন - নিউ জিল্যান্ডের বর্ষসেরা নাগরিক সম্মান ফেরালেন বেন স্টোকস!

অন্যদিকে রঞ্জন চৌধুরীর তত্বাবধানে অনূর্ধ্ব ১৯ দল খেলবে ডুরান্ড কাপে। সিনিয়র দল দুটো টুর্নামেন্টে একসঙ্গে খেললে ক্লান্তি গ্রাস করতে পারে ফুটবলারদের। তারপর রয়েছে সুপার কাপ এবং আই লিগ। তাই সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।  

 

.