বাগানের শাস্তির বিরুদ্ধে পথে লাল হলুদ সমর্থকরা

যে ডার্বি ম্যাচের জন্য মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হয়েছিল, সেই ডার্বি ম্যাচের যুযুধান পক্ষ ইস্টবেঙ্গল সমর্থকরাই এবার সবুজ মেরুনের হয়ে এগিয়ে এলেন। মোহনবাগানের শাস্তির বিরুদ্ধে এবার পথে নামলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মঙ্গলবার মোহনবাগানের শাস্তি পুনর্বিবেচনা করতে বৈঠকে বসছে ফেডারেশনের কার্যকরী সমিতি।

Updated By: Jan 13, 2013, 07:05 PM IST

যে ডার্বি ম্যাচের জন্য মোহনবাগানকে শাস্তির মুখে পড়তে হয়েছিল, সেই ডার্বি ম্যাচের যুযুধান পক্ষ ইস্টবেঙ্গল সমর্থকরাই এবার সবুজ মেরুনের হয়ে এগিয়ে এলেন। মোহনবাগানের শাস্তির বিরুদ্ধে এবার পথে নামলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। মঙ্গলবার মোহনবাগানের শাস্তি পুনর্বিবেচনা করতে বৈঠকে বসছে ফেডারেশনের কার্যকরী সমিতি।
তার আগে বেহালায় রবিবার সকালে মোহনবাগানের শাস্তি তোলার আবেদন নিয়ে সবুজ-মেরুন সমর্থকদের সঙ্গে পা মেলালেন লাল-হলুদ সমর্থকরা। মোহনবাগান সমর্থকদের মতই ইস্টবেঙ্গল সমর্থকরাও আশাবাদী যে শতাব্দী প্রাচীন ক্লাবটির উপর থেকে উঠে যাবে নির্বাসনের কলঙ্ক। 
এদিকে দিল্লি যাওয়ার আগে রবিবার সারাদিন ফেডারেশনের বৈঠকে নিজেদের স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত ছিলেন মোহনবাগান কর্তারা। আইনজ্ঞদের সঙ্গেও প্রয়োজনীয় পরামর্শ সেরে নেন তারা।
মোহনবাগান নিয়ে মঙ্গলবার ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠক। সেই বৈঠকে যোগ দিচ্ছেন ক্লাবের চার শীর্ষকর্তাই। সোমবারই তারা দিল্লি পৌঁছে যাচ্ছেন। কার্যকরী সমিতির সামনে চার হাজার সদস্যের সই করা আবেদনপত্র জমা দেবেন তারা। গত দুদিন ধরে কলকাতা আর তার সংলগ্ন এলাকায় সই সংগ্রহ করা হয়েছে। সেই আবেদনপত্রই ফেডারেশনের হাতে তুলে দেবেন তারা। সেইসঙ্গে মোহনবাগান কর্তাদের বক্তব্য থাকবে কি কারণে সেদিন তারা দল তুলে নিয়েছিলেন। কর্মকর্তারা আশাবাদী যে পরিস্থিতি বিচার করে ফেডারেশন তাদের শাস্তি মকুব করে দেবে।
 

.