Kolkata Derby: রাত পোহালেই মরসুমের প্রথম ডার্বি, মহারণের আগে কী ভাবছেন কুয়াদ্রাত-ফেরান্দো?

East Bengal FC vs Mohun Bagan SG Preview Durand 2023: ডার্বির উত্তেজনায় ফুটছে শহর। বড় ম্যাচের আগে দুই শিবিরের ভাবনা দু'রকম কুয়াদ্রাত চাইছেন জিতে তাঁর ছাপ রাখতে। অন্যদিকে ফেরান্দো আরও একটি ম্যাচ হিসেবেই দেখছেন ডার্বিকে।  

Updated By: Aug 11, 2023, 06:08 PM IST
Kolkata Derby: রাত পোহালেই মরসুমের প্রথম ডার্বি, মহারণের আগে কী ভাবছেন কুয়াদ্রাত-ফেরান্দো?
মহাযুদ্ধের আগে সৌজন্য় বিনিময় দুই কোচের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। শনিবার বিকেলে ডুরান্ড কাপে (Durand Cup 2023) হাইভোল্টেজ মহারণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল (East Bengal FC) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বিগত শেষ আটটি ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গল হেরেছে মোহনবাগানের কাছে। যা যে কোনও লাল-হলুদ সমর্থকের বুকে পেরেকের মতো বিঁধছে। অন্যদিকে সবুজ-মেরুন সমর্থকরা কোথাও ধরেই নিয়েছেন যে, আগামিকালও ইতিহাসের প্রত্যাবর্তনই ঘটবে। ডার্বির আগের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনের মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) ও লেফট-ব্যাক মন্দার রাও দেশাই (Mandar Rao Desai)। অন্যদিকে মোহনবাগানের হয়ে হাজির ছিলেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando) ও অজি ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।

আরও পড়ুন: FIFA Women’s World Cup 2023: এক্সট্রা টাইমের স্টার! টিনএজ প্যারায়ুয়েলোর স্ট্রাইকে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

ইস্ট-মোহন দ্বৈরথ কার্যত ডেভিড বনাম বনাম গোলিয়াথ! হতে চলেছে। ইস্টবেঙ্গলের মাত্র দু'জন ফুটবলার অতীতে ডার্বি খেলেছেন। তাঁরা  নাওরেম মহেশ এবং লালচুংনুঙ্গা। বাকি সকলেই এই প্রথম হাইভোল্টেজ ম্যাচের স্বাদ নিতে চলেছে। কুয়াদ্রাত সেভাবে পূর্ণশক্তির দলও পাননি হাতে। গোলমেশিন ক্লেটন সিলভা এখনও শহরে পা রাখেননি। সপ্তাহ দুয়েকের অনুশীলন সেরেই তিনি দল নিয়ে ডুরান্ডে নেমে পড়েছেন। প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল বাংলাদেশ সেনার বিরুদ্ধে ড্র করেছে। এই দলকেই মোহনবাগান পাঁচ গোলের মালা পরিয়েছে। অন্যদিকে ফেরান্দোর দল ডুরান্ডে ব্য়াক-টু-ব্যাক জিতে ফুটছে। দলে রয়েছে একাধিক সুপারস্টার। যদিও ফেরান্দোর পাখির চোখ কিন্তু এএফসি কাপ। ডার্বির ঠিক চারদিন পর এই যুবভারতীতেই এএফসি কাপের অভিযান শুরু মোহনবাগানের। দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে ফেরান্দোর টিম খেলবে নেপালের মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে। 

কুয়াদ্রাত এদিন বলছেন, 'ডার্বি নিয়ে স্টাডি করেছি। পুরো দল পাইনি। কাজ করছি আমি। আগামিকাল খুব প্রতিদ্ধন্দ্বিতামূলক একটা ম্যাচ হবে। ওদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ওরা এএফসি-র জন্য লড়াইয়ে নামছে। আমাদের চেষ্টা থাকবে ওদের আটকানোর। আমি দুই সপ্তাহ পেয়েছি অনুশীলনের জন্য়। আমি জানি ওরা শেষ আটটা ডার্বি জিতেছে। মানসিক ভাবে এগিয়ে থাকবে। তবে মোহনবাগান যেটা চায় সেটা দেব না।' কুয়াদ্রাত বলছেন তিনি ইউরোপিয়ান ট্যাকটিক্সেই দলকে খেলাবেন। বাঁধা ছকে হাঁটবেন না। তিন পয়েন্ট পাওয়াই তাঁর লক্ষ্য়। কুয়াদ্রাত চাপের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ঠিকই। কিন্তু আন্ডারডগ হিসেবে নিজেদের মানতে নারাদ। অন্যদিকে ফেরান্দো এএফসিকে এগিয়েই রেখেই বলছেন, 'দেখুন আমাদের কাছে এএফসি কাপের ম্যাচ গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই প্লেয়াররা উন্নতি করছে। টিমে কেউ ৫৫ মিনিট খেলার জন্য তৈরি তো কাউকে আবার ২০ মিনিটের বেশি খেলানো যাচ্ছে না। তাই আমরা সমস্ত বিকল্প রাস্তাই খোলা রেখেছি।' ফেরান্দো লাল-হলুদের প্রশংসাও করেছেন। তিনি বলছেন, 'এবার ইস্টবেঙ্গল ভালো ভালো ফুটবলারদের সই করিয়েছে। দলে দু'জন বিদেশি রয়েছে, যাদের আমি গোয়া থেকে চিনি। ওরাও নিয়মিত উন্নতি করছে।  ওরাও আমাদের মতোই দু-এক সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করেছে। আমরা আরও সময় পেলে ভাল হতো। আমাদের দলেও কোয়ালিটি ফুটবলাররা আছে। স্বাভাবিক খেলাটাই খেলব।' 

অন্যদিকে ডার্বিতে মোহনবাগানের ডাগআউটে ফেরান্দো ছাড়াও থাকবেন, তাঁর সহকারী ক্লিফোর্ড মিরান্ডা ও দলের নবনিযুক্ত টিডি অ্যান্তোনিও লোপেজ হাবাস। দিমিত্রির কাছে প্রশ্ন ছিল যে, হাবাস আসায় কি তাঁরা বাড়তি সুবিধা পাবেন? দিমিত্রি বলেন, 'অতিরিক্ত মস্তিষ্ক সবসময় বাড়তি পাওনা। এক মাথার চেয়ে বেশি মাথা থাকা সুবিধার।' যদিও পেত্রাতোস কত ব্যবধানে জিততে চলেছে দল, সেই নিয়ে ভাবতে চাইছেন না। তিনি চাইছেন তিন পয়েন্ট। ফেরান্দোও জানিয়েছেন যে, অতীতের দুই ম্যাচ অতীত। তাঁর টার্গেট শনিবার জিতে পরের রাউন্ডে যাওয়া। বাগানের উদীয়মান তারকা সুহেল ভাট আগামিকাল প্রথম একাদশে থাকবে বলেই আশাবাদী ফেরান্দো।

আরও পড়ুন: Sunil Chhetri's Wife Sonam Bhattacharya: ডেঙ্গিতে আক্রান্ত গর্ভবতী সুনীলপত্নী, চিন্তায় ভারত অধিনায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.