ফুটবলারদের পর এবার ইস্টবেঙ্গলের ক্রিকেটারদেরও বেতনে থাবা
কোয়েসের চুক্তিতে সই করেছিলেন ক্রিকেটাররা। অগ্রিম বাবদ ক্রিকেটাররা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদন— ফুটবলারদের পর ইস্টবেঙ্গল ক্রিকেটারদের বেতনে থাবা বসাল বিনিয়োগকারী সংস্থা কোয়েস। সূত্রের খবর, কোয়েস নাকি জানিয়ে দিয়েছে করোনাভাইরাসের জন্য আপতকালীন পরিস্থিতিতে তারা ক্রিকেটারদের টাকা দিতে পারবে না। এর ফলে লকডাউনে ঘর সামলাতে নাজেহাল অবস্থা ইস্টবেঙ্গলের। চলতি ক্রিকেট মরসুমে ইস্টবেঙ্গলের ক্রিকেট দল তৈরি করার দায়িত্ব নিয়েছিল কোয়েস। 90 লক্ষ টাকা খরচ করে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, ওপেনার অভিষেক রমন, ব্যাটসম্যান অর্নব নন্দী এবং পেসার ঈশান পোড়েলকে সই করিয়ে খুব ব্যালেন্সড দল তৈরি করেছিল লাল-হলুদ।
আরও পড়ুন— পাকিস্তানের হিন্দু ক্রিকেটারের বিস্ফোরক দাবি, ''আফ্রিদির নোংরামির শিকার আমি''
কোয়েসের চুক্তিতে সই করেছিলেন ক্রিকেটাররা। অগ্রিম বাবদ ক্রিকেটাররা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, কোয়েস নাকি ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে যে তারা এই পরিস্থিতিতে আর টাকা দিতে পারবে না। কোয়েসের এই সিদ্ধান্তে হতাশ ক্রিকেটাররা। বিশেষ করে যে সব ক্রিকেটাররা চাকরি করেন না তাঁরা মহাবিপদের মধ্যে পড়ে গেলেন। কোয়েসের আচমকা চুক্তিভঙ্গ নিয়ে কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে ঘনিষ্ঠ মহলে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। অভিমন্যু ঈশ্বরণরা ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, ক্লাব কর্তাদের উপর তাদের আস্থা আছে। এমন দুর্দিনে সবারই টাকার প্রয়োজন। আর সেটা ক্লাব কর্তারা নিশ্চয়ই বুঝবেন!