ডার্বির আগেই লিগ খেতাব ইস্টবেঙ্গলের হাতের মুঠোয় , স্পোর্টিং বধ মোগা-চিডির

ফেডারেশন কাপের আগে জোড়া স্বস্তি ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর। সুপার সানডেতে যুবভারতীতে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে লিগ খেতাব কার্যত নিশ্চিত করে ফেলল লাল-হলুদ। সেই সঙ্গে গোলে ফিরলেন আর্মান্দোর দুই জোড়া ফলা জেমস মোগা আর এডে চিড্ডি। ইউনাইটেড সবসময়ই শক্ত গাঁট ইস্টবেঙ্গলের। আই লিগের ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাবার পরের ম্যাচেই ইউনাইটেডের কাছে আটকে যেতে হয়েছিল চিড্ডিদের।

Updated By: Jan 5, 2014, 07:59 PM IST

ইস্টবেঙ্গল (২) ইউনাইটেড স্পোর্টস (০)
(মোগা, চিডি)

ফেডারেশন কাপের আগে জোড়া স্বস্তি ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোর। সুপার সানডেতে যুবভারতীতে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে লিগ খেতাব কার্যত নিশ্চিত করে ফেলল লাল-হলুদ। সেই সঙ্গে গোলে ফিরলেন আর্মান্দোর দুই জোড়া ফলা জেমস মোগা আর এডে চিড্ডি। ইউনাইটেড সবসময়ই শক্ত গাঁট ইস্টবেঙ্গলের। আই লিগের ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারাবার পরের ম্যাচেই ইউনাইটেডের কাছে আটকে যেতে হয়েছিল চিড্ডিদের।

রবিবার অবশ্য সহজেই এলকোর দলকে টেক্কা দিল ইস্টবেঙ্গল। ১৪ মিনিটে জেমস মোগার বিশ্বমানের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। সাম্প্রতিক কালে বিতর্কে জড়ানোকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন দক্ষিণ সুদানের এই স্ট্রাইকার। রবিবার অনবদ্য খেললেন তিনি। পোস্ট আর হাসান বাধা হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন মেজাজি এই স্ট্রাইকার।

যার দিকে সবার চোখ ছিল সেই র‍্যান্টি এদিনও হতাশ করলেন। নাইজেরীয় স্ট্রাইকারের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চিড্ডিকে পরিবর্ত হিসাবে মাঠে নামিয়ে বাজিমাত করেন লাল-হলুদের গোয়ান কোচ। মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন চিড্ডি।

৯ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে লিগ খেতাব প্রায় পকেটে পুরে ফেললেন সুয়েকারা। মঙ্গলবার ঘরের মাঠে কালিঘাট এম এসকে হারাতে পারলেই টানা চারবার লিগ জিতে যাবে ইস্টবেঙ্গল। তার আগে সোমবার মোহনবাগান যদি মহমেডানের কাছে হেরে যায় তাহলেই মরসুমের প্রথম ট্রফি জিতে যাবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে গুরুত্ব হারাবে শনিবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ।

.