পুরনো শত্রু ব্যারেটোকে পাঁচ গোল দিল ইস্টবেঙ্গল

তাঁর ফুটবল জীবন যখন মধ্যগগণে, তখন তিনি কম জ্বালাননি ইস্টবেঙ্গলকে। ডার্বি ম্যাচ হলে কখন যেন ব্যারেটো বনাম ইস্টবেঙ্গল হয়ে দাঁড়াত। সেই ব্যারোটোকেই আজ কলকাতা প্রিমিয়ার লিগে ৫ গোল দিল ইস্টবেঙ্গল। আই লিগের গুরুত্বপূর্ণ সময় শুরু হওয়ার আগে হ্যাটট্রিক করে গোলের অভ্যাসও করে রাখলেন জেমস মোগা। গোল পেলেন সুয়েকা, ভাসুমও।

Updated By: Dec 19, 2013, 06:01 PM IST

ইস্টবেঙ্গল (৫) ভবানীপুর স্পোর্টিং (০) (মোগা হ্যাটট্রিক, ভাসুম, সুয়েকা)

তাঁর ফুটবল জীবন যখন মধ্যগগণে, তখন তিনি কম জ্বালাননি ইস্টবেঙ্গলকে। ডার্বি ম্যাচ হলে কখন যেন ব্যারেটো বনাম ইস্টবেঙ্গল হয়ে দাঁড়াত। সেই ব্যারোটোকেই আজ কলকাতা প্রিমিয়ার লিগে ৫ গোল দিল ইস্টবেঙ্গল। আই লিগের গুরুত্বপূর্ণ সময় শুরু হওয়ার আগে হ্যাটট্রিক করে গোলের অভ্যাসও করে রাখলেন জেমস মোগা। গোল পেলেন সুয়েকা, ভাসুমও।

আই লিগের ভরা মরসুমে কলকাতা লিগ নিয়ে প্রায় কোনও আগ্রহই নেই। তবু আজকের এই ম্যাচটা এওকটু অন্য কারণে অনেকের জিজ্ঞাসার বিষয় ছিল। ব্যারোটো এখন `মিনি মোহনবাগান` ভবানীপুরে। ব্যারেটোও কী আজকেও ইস্টবেঙ্গলকে বাধা দেবেন!

দেখা গেল বেঙ্গালুরু এফসি ম্যাচে জয়ের পর মানসিক দিক থেকে আর্মান্দো কোলাসোর দল এখন অনেকটাই এগিয়ে। ম্যাচের ২৫ মিনিটে মোগার গোল দিয়ে শুরু, ৭৫ মিনিটে সুয়েকার গোল দিয়ে গোল পার্টির শেষ। ব্যারেটো শুধু দর্শক। হাফ টাইমের ঠিক পরে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন মোগা।

.