বয়স ভাঁড়িয়ে বিপাকে ইস্টবেঙ্গল! অনূর্ধ্ব-১৫ আই লিগ থেকে ছাঁটাই লাল-হলুদ

ক্লাবের শতবর্ষ, অথচ ঐতিহ্যশালী এই ইস্টবেঙ্গল ক্লাবকে ছাড়াই হবে এবারের যুব লিগ।

Updated By: Dec 10, 2019, 09:06 AM IST
বয়স ভাঁড়িয়ে বিপাকে ইস্টবেঙ্গল! অনূর্ধ্ব-১৫ আই লিগ থেকে ছাঁটাই লাল-হলুদ

নিজস্ব প্রতিবেদন : ফের মুখ পুড়ল ইস্টবেঙ্গলের। বেশি বয়সের ফুটবলার খেলাতে গিয়ে অনূর্ধ্ব-১৫ আই লিগ থেকে ছাঁটাই লাল-হলুদ। লিগে খেলতে হলে ন্যুনতম আঠেরো জন ফুটবলারের প্রয়োজন হয়। কিন্তু TW3 টেস্টের পর সঠিক বয়সের সেই সংখ্যার ফুটবলারও যোগাড় করতে ব্যর্থ ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- I LEAGUE 2019-20: পাহাড়ে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

ক্লাবের শতবর্ষ, অথচ ঐতিহ্যশালী এই ইস্টবেঙ্গল ক্লাবকে ছাড়াই হবে এবারের যুব লিগ। ফেডারেশনের নিয়মানুযারী যুব লিগের জন্য সর্বাধিক চল্লিশ জন ফুটবলার রেজিস্ট্রেশন করানো যায়। তারপর তাদের বয়স নির্ধারণের জন্য হয় TW3টেস্ট। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেই টেস্টের ফলাফল এককথায় ভয়াবহ। প্রায় ২০ বেশি ফুটবলার তাতে উত্তীর্ন হতে পারেনি। ফলে দল গড়ার ন্যুনতম ফুটবলারই যোগাড় করতে পারেনি লাল-হলুদ।

আরও পড়ুন - I LEAGUE 2019-20: রিয়াল কাশ্মীরের দুটো হোম ম্যাচ আপাতত স্থগিত!

কোয়েস ইস্টবেঙ্গলের দাবি, আগে TW3 টেস্ট করে ফুটবলার রেজিস্ট্রেশন করতে দেওয়া উচিত ছিল ফেডারেশনের। উল্টোদিকে ফেডারেশন কর্তারা জানাচ্ছেন বেঙ্গালুরু এফ সি-র মত বেশ কিছু ক্লাব ফেডারেশনের টেস্টের আগে নিজেরাই TW3 টেস্ট করে যুব ফুটবলারদের। তারপরই তারা রেজিস্ট্রেশন করে ফুটবলারদের।

 

Tags:
.