বাগানের শাস্তি মকুবকে নৈতিক জয় বলছে ইস্টবেঙ্গল

মোহনবাগানের নির্বাসন তুলে নেওয়ার পর তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে বুধবার বিকেল সাড়ে ছটায় ইস্টবেঙ্গলের কর্মসমিতি জরুরী বৈঠকে বসল। মোহনবাগানের দুই শীর্ষকর্তা আগামি একবছর ফেডারেশনের কোনও বৈঠকে যোগ দিতে পারবেন না। ফেডারেশনের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের ব্যক্তিগত মত,তাঁদের ক্লাবের নৈতিক জয় হয়েছে। ক্লাবের অধিকাংশ কর্তাই অবশ্য ফেডারেশনের এই সিদ্ধান্তে একদমই যে খুশি নন,তা ঘুরিয়ে স্বীকার করছেন।

Updated By: Jan 15, 2013, 09:26 PM IST

মোহনবাগানের নির্বাসন তুলে নেওয়ার পর তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে বুধবার বিকেল সাড়ে ছটায় ইস্টবেঙ্গলের কর্মসমিতি জরুরী বৈঠকে বসল। মোহনবাগানের দুই শীর্ষকর্তা আগামি একবছর ফেডারেশনের কোনও বৈঠকে যোগ দিতে পারবেন না। ফেডারেশনের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের ব্যক্তিগত মত,তাঁদের ক্লাবের নৈতিক জয় হয়েছে। ক্লাবের অধিকাংশ কর্তাই অবশ্য ফেডারেশনের এই সিদ্ধান্তে একদমই যে খুশি নন,তা ঘুরিয়ে স্বীকার করছেন।
প্রসঙ্গত, এর আগে আজ দুপুরে আই লিগে নির্বাসন উঠে যায় মোহনবাগানের উপর থেকে৷ চলতি আই লিগেই খেলতে পারবে মোহনবাগান৷ তবে, একেবারে শূন্য পয়েন্ট থেকে শুরু করতে হবে তাদের৷ পাশাপাশি, যুবভারতী থেকে ওয়াক আউটের জন্য ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে তাদের৷ অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-র করা সবচেয়ে বড় অঙ্কের জরিমানা এটাই৷ এদিন দিল্লিতে ফেডারেশনের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
 

.