Durand Cup 2019: মঙ্গলবার ডুরান্ডে ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর এফসি

সোমবারই লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন গোয়ান স্ট্রাইকার রোনাল্ডো। 

Updated By: Aug 5, 2019, 05:39 PM IST
Durand Cup 2019: মঙ্গলবার ডুরান্ডে ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর এফসি

নিজস্ব প্রতিবেদন :  ৭২ ঘণ্টার মধ্যে ফের ডুরান্ডে মাঠে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে আর্মি রেডকে ২-০ গোলে হারিয়েছে আলেসান্দ্রো ব্রিগেড।

ডুরান্ডের প্রথম ম্যাচে ঘরের মাঠে গোলের জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। শেষপর্যন্ত কোলাডো আর বিদ্যাসাগরের গোলে জয় ছিনিয়ে নেয় তারা। মঙ্গলবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় ডুরান্ডের সেমি-ফাইনাল প্রায় নিশ্চিত করে দিতে পারে বোরহাদের। আর সেটাই তাতাচ্ছে কোলাডোদের। ৭২ ঘণ্টার মধ্যে মাঠে নামতে হলেও অপরিবর্তিত দলই নামাতে পারেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ সম্পর্কে সেভাবে কোনও রকম ধারণা নেই । তাই তুরুপের তাস আস্তিনে লুকিয়ে রাখছেন আলেসান্দ্রো।

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে নামার আগে সোমবার লাল-হলুদের অনুশীলনে দেখা গেল আধুনিকতার ছোঁয়া। জার্সিতে GPS লাগিয়ে অনুশীলন করলেন লাল-হলুদ ফুটবলাররা। জাতীয় দল তো বটেই, আইএসএলের দলগুলোর অনুশীলনে যা সাধারণভাবে দেখা যায়। সোমবারই লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন গোয়ান স্ট্রাইকার রোনাল্ডো। 

আরও পড়ুন - কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য প্রাথমিক দল বেছে নিলেন ইগর স্টিমাচ

.