স্মিথ আর হ্যান্ডসকম্বেরের বিরুদ্ধে অভিযোগ করেও প্রত্যাহার করল বিসিসিআই

Updated By: Mar 10, 2017, 10:20 PM IST
স্মিথ আর হ্যান্ডসকম্বেরের বিরুদ্ধে অভিযোগ করেও প্রত্যাহার করল বিসিসিআই

ব্যুরো: বেঙ্গালুরু টেস্টে অস্ট্রেলিয়ার ডিআরএস চাওয়ার পদ্ধতি নিয়ে ICC-র কাছে অসি অধিনায়ক স্মিথ আর হ্যান্ডসকম্বের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিসিসিআই । কিন্তু ভারত বা অস্ট্রেলিয়া কোন দেশই টেস্ট সিরিজ চলাকালিন বিতর্ক জিইয়ে রাখতে চাইছে না। তাই  বিসিসিআই  স্মিথ আর হ্যান্ডসকম্বের  বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিল। বেঙ্গালুরু টেস্টে স্মিথের ডিআরএস চাওয়ার পদ্ধতি নিয়ে কোহলি-স্মিথের বাকবিতন্ডা ভাইরালের মত ছড়িয়ে পড়ে । পরিস্থিতি ক্রমশ জটিলতর হওয়ার দিকে বাঁক খেতেই লাগাম টানল দু দেশের ক্রিকেট বোর্ড । বৃহস্পতিবার মুম্বইতে বোর্ডের সদর দফতরে আলোচনায় বসেন ক্রিকেট অস্ট্রেলিয়া আর বিসিসিআই দুই বোর্ডের সিইও । দু পক্ষের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে  ডিআরএস নিয়ে দুই অধিনায়কের বিবাদ এখানেই থামাতে হবে । শুধু তাই নয়,  রাঁচিতে কোহলি আর স্মিথ নিজেদের মধ্যে আলোচনা করে সবকিছু মিটিয়ে নেবেন । দু দেশের বোর্ড কর্তারা মনে করেছেন এই বিতর্ক চলতে থাকলে ম্যাচ চলাকালিন মাঠের মধ্যে অপ্রতিকর ঘটনা যেমন ঘটতে পারে । তেমনি এর প্রভাব পড়বে দলের পারফরম্যান্সের উপর ।  তাই বিসিসিআই অভিযোগ প্রত্যাহার করে সমস্যা সমাধানের রাস্তা প্রশস্ত করল। 

.