ধোনির বিপদের `বন্ধু` এখন দ্রাবিড়
একের পর পর সমালোচনার ঝড়ের মাঝে মহেন্দ্র সিং ধোনির কাছে কিছুটা স্বস্তির হাওয়ার নাম রাহুল দ্রাবিড়। নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে রাহুল দ্রাবিড় যখন ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন,তখন তাঁর দিকে ফিরেও তাকাননি মাহি। কিন্তু ধোনির বিপদে রাহুল তাঁর পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন,ধোনির থেকে যোগ্য অধিনায়ক এখন ভারতীয় দলে কেউ নেই। রাহুলের সাফ কথা,খারাপ পারফরম্যান্সে মানসিকভাবে পিছিয়ে পড়া ভারতীয় দলকে আবার নতুন করে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি।
একের পর পর সমালোচনার ঝড়ের মাঝে মহেন্দ্র সিং ধোনির কাছে কিছুটা স্বস্তির হাওয়ার নাম রাহুল দ্রাবিড়। নিজের ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে রাহুল দ্রাবিড় যখন ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন,তখন তাঁর দিকে ফিরেও তাকাননি মাহি। কিন্তু ধোনির বিপদে রাহুল তাঁর পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন,ধোনির থেকে যোগ্য অধিনায়ক এখন ভারতীয় দলে কেউ নেই। রাহুলের সাফ কথা,খারাপ পারফরম্যান্সে মানসিকভাবে পিছিয়ে পড়া ভারতীয় দলকে আবার নতুন করে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি।
বিশ্বকাপ জয়ের পর মোট দশটি টেস্টে হার। জয় মাত্র তিনটি টেস্টে। বিশ্বকাপের পর ক্যাপ্টেন কুলের লাক ফ্যাক্টর কর্পূরের মত উবে গিয়েছে। সমালোচনায় জেরবার ধোনিকে এখনই অধিনায়কের পদ থেকে বিদায় জানানোর জন্য উঠে পড়ে লেগেছেন সমালোচকরা। যার মধ্যে সিংহভাগই প্রাক্তন ক্রিকেটার। এই অসময়ে ধোনির পাশে একমাত্র দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়।