আইপিএলের ক্যাপ্টেন্সি দিয়ে বিচার করবেন না,বিশ্বকাপে অন্য বিরাটকে দেখবেন : সৌরভ গাঙ্গুলি
বর্তমান অধিনায়কের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক।
নিজস্ব প্রতিবেদন : সদ্য শেষ হওয়া আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু লিগ টেবিলের লাস্ট বয় হয়েছে। প্রথম ৬টি ম্যাচে হেরে এবারের আইপিএলের শুরু করেছিলেন বিরাট কোহলির আরসিবি। আইপিএলে বিরাটের নেতৃত্ব নিয়ে তাই অনেকেই আশঙ্কা করেছিলেন । যে বিশ্বকাপে আইপিএলের প্রভাব পড়তে পারে বিরাটের নেতৃত্বে। বাপি বাড়ি যা ঢঙেই সব জল্পনাকে উড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি। বর্তমান অধিনায়কের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক।
সৌরভের মতে, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সময় বিরাট সাহায্য পান কোহলি। প্রথমত রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর একজন হলেন রোহিত শর্মা। মুম্বইয়ের আইপিএল অধিনায়ক আবার টিম ইন্ডিয়ার সহ অধিনায়কও বটে। ফলে যে কোনও কঠিন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের সঙ্গে আলোচনা করে নিতে পারে বিরাট কোহলি। মহারাজের মতে, " বিরাটকে আইপিএলের ক্যাপ্টেন্সি দিয়ে বিচার করবেন না। বিশ্বকাপে অন্য এক বিরাটকে দেখতে পাবেন। অন্য পারফরমেন্স দেখবেন। বিরাট এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার। তাই যত চাপ বাড়বে তত ভালো খেলবে এই দল কারণ এই দলের প্রত্যেকটি ক্রিকেটার চাপ নিতে জানে। "
আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের প্রস্তুতি ম্যাচও সরাসরি সম্প্রচার করা হবে