এবার ব্যালন ডি'ওর-য়েও মেসিকে ছোঁবেন রোনাল্ডো, ভক্তদের বিশ্বাস এমনই
গত একদশক ধরে ফুটবলবিশ্বে একটাই আলোচনা। কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ তারকার ভক্তদের পিছিয়ে পড়তে হয় ব্যালন ডি'ওর বা ফিফার বর্ষসেরা পুরস্কারের কথায় এসে। কারণ, লিওনেল মেসি বর্ষসেরা পুরস্কার পেয়েছেন মোট পাঁচবার। রোনাল্ডো সেখানে পেয়েছেন চারবার। তাই তিনি তো মেসির থেকে পিছিয়েই। রোনাল্ডো অবশ্য দেশের হয়ে ইউরো জিতেছেন গতবছরই। কিন্তু তাতেও ব্যালন ডি'ওরের সংখ্যায় যে তর্কে হারতেই হয়। কিন্তু রোনাল্ডো আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন রিয়েল মাদ্রিদকে।]
ওয়েব ডেস্ক: গত একদশক ধরে ফুটবলবিশ্বে একটাই আলোচনা। কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ তারকার ভক্তদের পিছিয়ে পড়তে হয় ব্যালন ডি'ওর বা ফিফার বর্ষসেরা পুরস্কারের কথায় এসে। কারণ, লিওনেল মেসি বর্ষসেরা পুরস্কার পেয়েছেন মোট পাঁচবার। রোনাল্ডো সেখানে পেয়েছেন চারবার। তাই তিনি তো মেসির থেকে পিছিয়েই। রোনাল্ডো অবশ্য দেশের হয়ে ইউরো জিতেছেন গতবছরই। কিন্তু তাতেও ব্যালন ডি'ওরের সংখ্যায় যে তর্কে হারতেই হয়। কিন্তু রোনাল্ডো আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন রিয়েল মাদ্রিদকে।]
আরও পড়ুন বিশ্বের সবথেকে ঠাণ্ডা মাথার ক্রিকেটার ধোনি নন, বোল্টের কাছে অন্য একজন
একাধিক রেকর্ড। এবং সবকিছুই রোনাল্ডোময়। তাই রোনাল্ডো ভক্তরাও এবার আশায় বুক বাঁধছেন, এবার হয়তো পঞ্চম ব্যালন ডি'ওরটাও পেয়ে যাবেন রোনাল্ডো। শুধুই সময়ের অপেক্ষা। কারণ, এ বছর রোনাল্ডো রিয়েল মাদ্রিদকে যেমন জিতিয়েছেন লা লিগা, তেমনই জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগও। তাই সামনের বার ব্যালন ডি'ওর তাঁরই পাওয়ার কথা। পরিষ্কার হিসেব রোনাল্ডো অনুগামীদের।
আরও পড়ুন উপুল থরাঙ্গাকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করল আইসিসি