জানেন জকোভিচ ভারতীয় খাবার খেতে ভালোবাসেন?

আপনি কি লন টেনিস খুব ভালোবাসেন দেখতে? আর লন টেনিস খেলাটায় আপনার সবথেকে প্রিয় খেলোয়াড় জকোভিচ? তাহলে আপনি একটা জিনিস জানলে খুব খুশি হবে। আপনি জানেন কি যে, জকোভিচ ভারতীয় রান্না খেতে ভালোবাসেন? শুনেই কেমন রোমাঞ্চ অনুভব করলেন না? অলিম্পিক ভিলেজে যেখানে ভারতীয় রান্নার স্টল সেখানে জকোভিচ।

Updated By: Aug 23, 2016, 09:31 AM IST
 জানেন জকোভিচ ভারতীয় খাবার খেতে ভালোবাসেন?

ওয়েব ডেস্ক: আপনি কি লন টেনিস খুব ভালোবাসেন দেখতে? আর লন টেনিস খেলাটায় আপনার সবথেকে প্রিয় খেলোয়াড় জকোভিচ? তাহলে আপনি একটা জিনিস জানলে খুব খুশি হবে। আপনি জানেন কি যে, জকোভিচ ভারতীয় রান্না খেতে ভালোবাসেন? শুনেই কেমন রোমাঞ্চ অনুভব করলেন না? অলিম্পিক ভিলেজে যেখানে ভারতীয় রান্নার স্টল সেখানে জকোভিচ।

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু

ভিলেজে খাবার খেতে গিয়ে জোকোভিচকে ভারতীয় খাবার খেতে দেখেন আরেক অলম্পিয়ান অতনু দাস। বাঙালি তিরন্দাজের এখনও সেই ঘোর কাটছে না। আসলে অলিম্পিক তো আর শুধুই একটা খেলার বড় আসর নয়। বৈচিত্রের মধ্যে ঐক্যের সবথেকে বড় উদাহরণও বটে।

আরও পড়ুন  ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কমেছে তাই জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারেজ

.