অলিম্পিকে মৃত্যু! একবার উল্টে দেখুন ইতিহাসের পাতা
১৩,০০০ প্রতিযোগী। ৩৩টি ভিন্ন ভিন্ন খেলা। ৪০০টি ইভেন্ট। সোনা, রূপো ব্রোঞ্জ-এই তিন পুরস্কারে পুরস্কৃত হন বিজয়ীরা। পৃথিবীর ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ, ইহাই হল, 'বিগেস্ট শো অব দ্য আর্থ'।
ওয়েব ডেস্ক: ১৩,০০০ প্রতিযোগী। ৩৩টি ভিন্ন ভিন্ন খেলা। ৪০০টি ইভেন্ট। সোনা, রূপো ব্রোঞ্জ-এই তিন পুরস্কারে পুরস্কৃত হন বিজয়ীরা। পৃথিবীর ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ, ইহাই হল, 'বিগেস্ট শো অব দ্য আর্থ'।
শুরুটা হয়েছিল গ্রিসের অলিম্পিয়ায়। বলা হয় শতাব্দীর অষ্টম প্রহরে (অষ্টম শতাব্দী) প্রথম অলিম্পিকের ভ্রূণ জন্ম নেয়। তারপর থেকেই বড় হওয়া। থেমে থাকা নয়। এই অলিম্পিক এতই 'বৃদ্ধ' যে সে দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, দেখেছে মানবিকতার বর্বর ছবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবার এই অলিম্পিক এতই নবীন আর মানবিক, এই বিগেস্ট শো-তে জড়িয়েছে গোটা পৃথিবী। সাম্য, ঐক্য, বর্ণবিদ্বেষ- 'দ্য গ্লোরি অব রিং'- আছে জয়ের পর চওড়া হাসি, আছে মৃত্যুর কান্নাও। আধুনিক অলিম্পিকে এসেছে বিবর্তন এসেছে গৌরব। আবার আছে মৃত্যুর কলঙ্কও। এক ঝলকে দেখে নিন 'অলিম্পিকে মৃত্যু'। সেই সব ঘটনা যা এখনও মনের অন্দরে গভির ক্ষত দিয়ে যায়।