প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার

Updated By: Aug 11, 2017, 08:58 AM IST
প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার

ওয়েব ডেস্ক: প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার। প্রোদুনোভা ছেড়ে নয়া ভল্ট বেছে নিয়েছেন তিনি। নয়া এই ভল্ট প্রোদুনোভার থেকে কিছুটা হলেও কম ঝুঁকির। ভল্ট অফ ডেথ-কে বিদায় জানাতে চলেছেন দীপা প্রোদুনোভা কর্মকার।  ঠিক এক বছর আগে গোটা দেশ টানটান উত্তেজনা নিয়ে বসেছিল টিভির সামনে। আশা-আশঙ্কায় দুলেছিল সবার মন। পারবেন কি দীপা? কঠিনতম এই ভল্টে  তো ঝুকি অনেক। একটু এদিক ওদিক হলেই বড়সড় চোট  থেকে জীবন সংশয়। কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। যাবতীয় আশঙ্কা দুরে সরিয়ে প্রোদুনোভা ভল্ট দিয়ে প্রায় মাত করে দিয়েছিলেন দীপা। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও সারা দেশের মন জয় করে নিয়েছিলেন তিনি।  মুখে মুখে ঘুরেছিল দীপার প্রোদুনোভা ভল্টের কথা।তবে এক বছর যেতে না যেতেই পট পরিবর্তন। প্রদুনোভাই ছেড়ে দিতে চলেছেন দীপা। হ্যা। ঠিকই শুনেছেন।

আরও পড়ুন অস্ট্রেলিয়ার থেকে ৫০ বছর পরে শুরু করেও, রেকর্ড ভাঙতে চলেছে ভারত

বুধবার দিল্লিতে নিজের চব্বিশতম জন্মদিন পালন করার ফাঁকেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানান দীপা ও তার কোচ। প্রোদুনোভা ছেড়ে আপাতত দীপার টার্গেট Handspring 540'। এই ভল্ট প্রোদুনোভার থেকে কিছুটা হলেও কম ঝুকির। চলতি বছর এসিএলে চোটের জন্য দীপার অস্ত্রপচার হয়। যার ফলে এক বছর ধরে ট্র্যাকের বাইরে দীপা। চলতি বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বচ্যাম্পিয়নশিপেও নামতে পারেননি ভারতীয় কণ্যা। দীর্ঘ সময় বাইরে থাকার পর দীপার টার্গেট এখন সামনের বছরে হতে চলা কমনওয়েলথ গেমস। অস্ট্রেলিয়ায় হতে চলা এই গেমসে Handspring 540' নামক এই ভল্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে দীপার। যার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন রিওতে ঝড় তোলা দীপা।

আরও পড়ুন  শাকিব আল হাসানকে সরিয়ে এক নম্বর রবীন্দ্র জাদেজা

.