নাইটদের দলনেতা হলেন দীনেশই

কোচ জ্যাক ক্যালিসের ব্যক্তিগত ভাবে পছন্দ ছিল বিদেশি ক্রিকেটার।

Updated By: Mar 4, 2018, 11:01 AM IST
নাইটদের দলনেতা হলেন দীনেশই

নিজস্ব প্রতিবেদন : জল্পনা ছিল প্রথম থেকেই। একাদশ আইপিএল-এ কেকেআর-এরল নেতা। অবশেষে জল্পনার অবসান ঘটল রবিরার সকালে। দীনেশ কার্তিককে নেতা নির্বাচিত করল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রবিন উথাপ্পা হলেন ভাইস ক্যাপ্টেন।

গৌতম গম্ভীর দল ছাড়ার পর থেকেই চলছিল জল্পনা। কোচ জ্যাক ক্যালিসের ব্যক্তিগত ভাবে পছন্দ ছিল বিদেশি ক্রিকেটার। অন্যদিকে, দিন কয়েক আগে নাইটদের একটি অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই কাউকে দলের দায়িত্বে আনা উচিত। বিশেষ করে তাঁর পছন্দের তালিকায় ছিল রবিন উথাপ্পা।

আরও পড়ুন- নাইটদের নেতা কে? জানা ‌যাবে ৪ মার্চ

নেতা নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত দীশেন কার্তিক। তিনি বলেন, ''দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি। কিন্তু, নতুন এই দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই দলের সদস্যদের নিয়ে এবারের আইপিএল-এ ভাল ফল করার চেষ্টা করব।''

আইপিএল-এর শুরুর থেকে রয়েছেন দীনেশ কার্তিক। দিল্লি, পঞ্জাব, মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত মোট ১৫২টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের আইপিএল-এ কলকাতার হয়ে খেলবেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

.