চ্যাম্পিয়ন্স লিগে ধোনির নয়া চুল চমক
চ্যাম্পিয়ন্স লিগে মহেন্দ্র সিং ধোনির নয়া অবতার দেখা গেল। রবিবার চেন্নাই সুপার কিংস-এর সঙ্গে দক্ষিণ আফ্রিকার টাইটানস-এর খেলার সময় সুপের কিংস অধিনায়ক হেলমেট খুলতেই দেখা গেল নতুন চমক। নতুন চুলের কাটে একদম অন্যরকম ধোনিকে দেখা গেল।
Updated By: Sep 23, 2013, 12:58 PM IST
চ্যাম্পিয়ন্স লিগে মহেন্দ্র সিং ধোনির নয়া অবতার দেখা গেল। রবিবার চেন্নাই সুপার কিংস-এর সঙ্গে দক্ষিণ আফ্রিকার টাইটানস-এর খেলার সময় সুপের কিংস অধিনায়ক হেলমেট খুলতেই দেখা গেল নতুন চমক। নতুন চুলের কাটে একদম অন্যরকম ধোনিকে দেখা গেল।
৩২ বছরের মাহির নতুন চুলের কাট দেখে অবশ্য অনেকটা ইতালিয়ান ফুটবলার মারিও বালোত্তেলির কথা মনে পড়ে যাচ্ছে। বালোত্তলির স্টাইলেই মাথার দুধারে চুল প্রায় ছেঁটে ফেলে শুধু মাত্র মাঝবরাবর চুল রেখেছেন ধোনি।
মাহী নতুন রূপে প্রকাশ্যে আসার পর থেকেই টুইটারে কমেন্টের ঝড় উঠেছে।