১৫ কোটিতে ধোনির 'চেন্নাই-ওয়াপসি'
চেন্নাইয়ের সঙ্গে দ্বিতীয়বার চুক্তিবদ্ধ হয়ে রায়না বলছেন, "দু'বছরের অপেক্ষার পর চেন্নাইতে ফিরতে পেরেছি। আমি চেন্নাই ফ্যানদের সামনে পারফর্ম করতে উদগ্রীব হয়ে রয়েছি। দেখা হবে চিপকে স্টেডিয়ামে।"
ওয়েব ডেস্ক: এক কথা 'ঘর ওয়াপসি'। দু'বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরতেই ঘরের ছেলেকে ঘরে ফেরাল চেন্নাই সুপার কিংস। পুনে ওয়ারিওরসের জার্সি ছেড়ে এই মরশুমে ফের পীত বসনে দেখা যাবে আইপিএল জয়ী অধিনায়ককে। ধোনিকে ১৫ কোটি দিয়ে ঘরে ফেরাল চেন্নাই। ক্যাপ্টেন কুলের সঙ্গেই চেন্নাইয়ে কামব্যাক করছেন আইপিএলের সব থেকে বেশি রান করা বাঁ হাতি তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। রায়না ফিরলেন ১১ কোটিতে আর জাড্ডুর এবারের দর ৭কোটি।
Thirumbi vandhutomnu sollu. #ReturnOfTheSuperKings #SummerIsComing #WhistlePodu pic.twitter.com/rlCISI9iXQ
— Chennai Super Kings (@ChennaiIPL) January 4, 2018
ভারতের ব্লু জার্সি পরেই চেন্নাইয়ের চুক্তি পত্রে সই করেছেন মাহি। সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভা। চেন্নাইতে ফেরা মানে 'ব্যাক হোম', নিজেই জানিয়েছেন মহেন্দ্র। চেন্নাই সুপার কিংসে ফিরে জাড্ডু বলেছেন, "আবার সিএসকে-তে ফিরতে পেরে আমি আনন্দিত। সব ম্যাচ জিততে চেষ্টা করব। আশা করি সিএসকে ফ্যানরা আমাদের একই রকমভাবে ভালবাসবে।"
আরও পড়ুন- বিরাট বধের পরিকল্পনা তৈরি, প্রত্যয়ী প্রোটিয় কোচ গিবসন
চেন্নাইয়ের সঙ্গে দ্বিতীয়বার চুক্তিবদ্ধ হয়ে রায়না বলছেন, "দু'বছরের অপেক্ষার পর চেন্নাইতে ফিরতে পেরেছি। আমি চেন্নাই ফ্যানদের সামনে পারফর্ম করতে উদগ্রীব হয়ে রয়েছি। দেখা হবে চিপকে স্টেডিয়ামে।"
আরও পড়ুন- ৪৭-এ পা দিল ওডিআই, পৃথিবীর প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া