অধিনায়ক হিসেবে নিজেকেই দেখতে চান ধোনি

এখনই নিজের উত্তরসূরি বাছতে নারাজ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার বারামুলায় সেনাছাউনিতে গিয়ে ধোনি জানান, অধিনায়ক নির্বাচনের বিষয়টি তাঁর হাতে নেই। তাই তিনি এব্যাপারে কোনও মন্তব্য করবেন না।

Updated By: Jun 3, 2012, 09:30 PM IST

এখনই নিজের উত্তরসূরি বাছতে নারাজ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার বারামুলায় সেনাছাউনিতে গিয়ে ধোনি জানান, অধিনায়ক নির্বাচনের বিষয়টি তাঁর হাতে নেই। তাই তিনি এব্যাপারে কোনও মন্তব্য করবেন না।
এলওসি-র পর রবিবার বারমুলার সেনাছাউনি যান মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ককে কাছে পেয়ে স্বাভাবিক ভাবেই উদ্দীপ্ত সেনাবাহিনীর জওয়ানরা। ধোনির মত অধিনায়ক সেনাছাউনিতে আশায় তাঁরা খুশি বলেও জানান জওযানরা। ভারত অধিনায়কের উত্তরসূরী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন ধোনি বলেন, "অধিনায়ক নির্বাচনের বিষয়টি তাঁর হতে নেই। ফলে তিনি কোনও মন্তব্য করবেন না।" তিনি ঠাট্টা করে বলেন, "ধোনির উত্তরসূরী ধোনিই।" পরক্ষণেই অবশ্য ভারত অধিনায়কের সাবধানী মন্তব্য, অধিনায়ক হওয়ার দৌড়ে সেওয়াগ, গম্ভীর, কোহলিরাও রয়েছেন।
কেকেআরের আইপিএল জয়ের পর অনেকেই এখন ধোনির যোগ্য উত্তরসূরী হিসেবে গম্ভীরকে দেখছেন। সেই প্রসঙ্গে শনিবার গম্ভীর নিজেই জানান, ভারতীয় দলের অধিনায়ক হতে তিনি প্রস্তুত। নির্বাচকরা তাঁর উপর আস্থা রাখলে তিনি এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন। গম্ভীরের দাবি, জাতীয় দলের নেতৃত্ব পেলে তিনি সম্মানিত বোধ করবেন। তাঁর মতে অধিনায়ক হলে বোঝা যায় একজন ক্রিকেটার কতটা মানসিক ও শারীরিক চাপ নিতে সক্ষম। সত্যিই ধোনির উত্তরসূরীর দায়িত্ব কার ওপর বর্তাবে তার অপেক্ষাতেই রয়ছে ভারতীয় ক্রিকেট।

.