বিশ্বকাপের পরিকল্পনা শুরু ধোনির

২০১৫ বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বছরের মধ্যেই ক্রিকেটারদের একটা পুল তৈরি করতে চাইছেন তিনি। বিশ্বকাপের পরিকল্পনায় ইরফান পাঠানকে রাখছেন মাহি। ধোনির মতে,ইরফান মূলত হবেন পেসার অলরাউন্ডার আর জাদেজা হবেন স্পিনার অলরাউন্ডার। সাত আর আট নম্বরে দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন ধোনি।

Updated By: Jan 28, 2013, 08:47 PM IST

২০১৫ বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বছরের মধ্যেই ক্রিকেটারদের একটা পুল তৈরি করতে চাইছেন তিনি। বিশ্বকাপের পরিকল্পনায় ইরফান পাঠানকে রাখছেন মাহি। ধোনির মতে,ইরফান মূলত হবেন পেসার অলরাউন্ডার আর জাদেজা হবেন স্পিনার অলরাউন্ডার। সাত আর আট নম্বরে দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন ধোনি।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজের আগেই ভারতীয় দলে যোগ দিতে পারেন একজন স্পিনিং কোচ। আগামী মাসেই ভারত সফরে আসছেন মাইকেল ক্লার্করা। অসিদের স্পিন দুর্বলতা সর্বজনবিদিত। কিন্তু ভারতীয় স্পিনাররা তাঁদের কতটা সমস্যায় ফেলতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে খোদ বোর্ডকর্তাদের মধ্যেই। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় স্পিনারদের পারফরম্যান্স মোটেই সুবিধের ছিল না। অ্যালিস্টার কুক-কেভিন পিটারসনদের কাছে রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছিল প্রজ্ঞান ওঝাদের। উল্টে ভারতীয় কন্ডিশনে দুরন্ত বল করেছিলেন সোয়ান-পানেসররা। তাই অবিলম্বে অশ্বিনদের জন্য একজন কোচ আনতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চলতি সপ্তাহেই সম্ভবত এব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন বোর্ড কর্তারা। ভারতের একজন বোলিং কোচ রয়েছেন। তবে জো ডয়েস মূলত পেসারদেরই দেখাশোনা করেন। তাই স্পিনারদের গাইড করার জন্য একজন বিশেষজ্ঞ কোচকে চাইছেন বোর্ড কর্তারা।

.