চেন্নাইয়ের হয়ে ওপরের দিকে ব্যাটিং করবেন ধোনি !
সাধারণত ৬ কিংবা ৭ নম্বরেই ব্যাট করতে দেখা যায় এমএসডিকে। ফিনিশার হিসেবে বরাবরাই দেখা গেছে মাহিকে।
নিজস্ব প্রতিবেদন : টিম ইন্ডিয়ার নেতৃত্ব ছাড়লেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতেই। শুধু নেতৃত্ব নয়, এবার ব্যাটসম্যান ধোনির ওপরও থাকছে বাড়তি দায়িত্ব। প্রয়োজনে ওপরের দিকে ব্যাট করতে পারেন মাহি, এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের দিনেই মুকুটে নতুন পালক ধোনির
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদিনের ক্রিকেটে ১৯টি ইনিংসে একবারই চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। সাধারণত ৬ কিংবা ৭ নম্বরেই ব্যাট করতে দেখা যায় এমএসডিকে। ফিনিশার হিসেবে বরাবরাই দেখা গেছে মাহিকে।
চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, " ধোনি সম্ভবত ব্যাটিংয়ে উপরের দিকে নামতে পারে। তবে সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। এবার আইপিএলে ব্যাটসম্যান ধোনিকে নতুনভাবে দেখা যাবে। মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য কেদার যাদব, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো আছে। একাধিক মাল্টি স্কিলড ক্রিকেটার রয়েছে আমাদের দলে।" ৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে অভিযান শুরু করবে ধোনির চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন- স্টার্কের পরিবর্তে টম কুরানকে নিল কলকাতা