নাদাল আর জকোভিককে পিছনে ফেলে লক্ষ্মীপ্রিয় ধোনি

যতই এবারের আইপিএল ট্রফিটা তাঁর হাতছাড়া হোক, যতই রীতির অংশীদারিত্ব তাঁকে বিতর্কের মুখে ফেলে দিক না কেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের লক্ষ্মী কিন্তু এখন তুঙ্গে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর ১৬তম ধনী ক্রীড়াবিদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস।

Updated By: Jun 7, 2013, 05:04 PM IST

যতই এবারের আইপিএল ট্রফিটা তাঁর হাতছাড়া হোক, যতই রীতির অংশীদারিত্ব তাঁকে বিতর্কের মুখে ফেলে দিক না কেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের লক্ষ্মী কিন্তু এখন তুঙ্গে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে মহেন্দ্র সিং ধোনি পৃথিবীর ১৬তম ধনী ক্রীড়াবিদ। এই তালিকায় শীর্ষে রয়েছেন গলফার টাইগার উডস।
সারাবিশ্বে জনপ্রিয়তা বা পরিচিতির দিক থেকে তিনি যতই নাদাল বা জকোভিকের থেকে পিছিয়ে থাকুন না কেন পকেটের নিরিখে মাহি কিন্তু টেক্কা দিয়েছেন এঁদের দুজনকেই। ফোর্বসের তালিকা অনুযায়ী এমএসডির অনেক পিছনে রয়েছেন উসেইন বোল্টও।
ধোনির বাৎসরিক আয় ৩১.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয়দের মধ্যে তাঁর আয়ই সর্বাধিক। ফোর্বসের এই তালিকায় ভারতীয়দের মধ্যে ধোনি ছাড়া ঠাঁই পেয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি আছেন ৩১ নম্বরে। মাস্টার ব্লাস্টারের বাৎসরিক আয় ১২৫ কোটি টাকা।
আগের বছর এই তালিকায় ভারত অধিনায়ক ছিলেন ৩১ নম্বরে। এই বছর একলাফে ১৫ ধাপ এগিয়ে এলেন তিনি। ধোনির মার্কেট ভ্যালু যে দিন দিন কী পরিমাণ উর্দ্ধমুখী হচ্ছে এই তালিকাই তার প্রমাণ।

.