MS Dhoni: থালা ব্যাট করছেন মাহির সঙ্গে! সোশ্যাল মিডিয়া ধোনির এই এডিটেই মোহিত

ধোনির এই অসাধারণ এডিটে সোশ্যাল মিডিয়া মোহিত!

Updated By: Sep 1, 2021, 12:39 PM IST
MS Dhoni: থালা ব্যাট করছেন মাহির সঙ্গে! সোশ্যাল মিডিয়া ধোনির এই এডিটেই মোহিত

নিজস্ব প্রতিবেদন: এমএস ধোনির (MS Dhoni) ক্যারিজমা আজও অটুট। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেও ধোনি আজও বাস করেন কোটি কোটি ফ্যানেদের মনে। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনকে মাঠে দেখার জন্য মুখিয়ে থাকেন ফ্যানেরা। 

আরও পড়ুন: দেখুন ভিডিয়ো: আম্পায়ারের উপর রেগে গিয়ে এই কাণ্ডই ঘটালেন Kieron Pollard

ভারতীয় দলের তিনি শ্রদ্ধার 'মাহি' আবার চেন্নাইয়ের 'থালা'। এবার মাহি-থালাকে মিলিয়ে দিলেন এক ফ্যান। তাঁর কল্পনায় ভারতীয় দলের ধোনি ব্যাট করছেন চেন্নাই সুপার কিংসের ধোনির সঙ্গে। ধোনির এই অসাধারণ এডিটে সোশ্যাল মিডিয়া মোহিত। কেউ কেউ বলছেন যে, এটাই সম্ভবত সেরা এডিটের নিদর্শন।

গতবছরের ব্যর্থতা ভুলে চেন্নাই এই মরসুমে দুরন্ত ভাবে আইপিএলে প্রত্যাবর্তন করেছিল। ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ জিতে ধোনি অ্যান্ড কোং ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুয়ে আছে। চেন্নাই সুপার কিংসের ঠিক পরেই ইয়েলো আর্মি। মনে করা হচ্ছে এটাই ধোনির সম্ভবত শেষ আইপিএল।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Tags:
.