শেষ বলে এক্সিকিউশানে ভুল করলাম, আক্ষেপ ধোনির গলায়

রেকর্ড রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান। সেখানে ব্রাভোর স্লোয়ার ডেলিভারিতে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ধোনি। ম্যাচ হারের পর ধোনি বললেন, ''দারুণ একটা ম্যাচ খেলে উঠলাম। এর থেকে একটা ব্যাটিং ইউনিট আর কত ভাল করতে পারে! আর শেষ বলটা, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক ছিল, তবে এক্সিকিউশানটা ভুল ছিল। সব কিছু বিচার করা হয় ওই এক্সিকিউশানটা দিয়েই।''

Updated By: Aug 28, 2016, 10:47 AM IST
শেষ বলে এক্সিকিউশানে ভুল করলাম, আক্ষেপ ধোনির গলায়

ওয়েব ডেস্ক: রেকর্ড রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান। সেখানে ব্রাভোর স্লোয়ার ডেলিভারিতে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ধোনি। ম্যাচ হারের পর ধোনি বললেন, ''দারুণ একটা ম্যাচ খেলে উঠলাম। এর থেকে একটা ব্যাটিং ইউনিট আর কত ভাল করতে পারে! আর শেষ বলটা, হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক ছিল, তবে এক্সিকিউশানটা ভুল ছিল। সব কিছু বিচার করা হয় ওই এক্সিকিউশানটা দিয়েই।''

আরও পড়ুন- এই খেলার ম্যাচ রিপোর্ট

ব্রাভো বললেন, ''অধিনায়ক যখন তাঁকে শেষ ওভারে বল করতে পাঠান তখন তিনি জানতেন একটা বড় হিটেই খেলা শেষ হয়ে যাবে। আমরা সবাই জানি ধোনি কী করতে পারে। আমি চেয়েছিলাম প্রথম বলটাতেই যেন বাউন্ডারি না হয়ে যায়। স্লোয়ার আর ইয়ার্কারের ওপরেই বেশি জোর দিয়েছিলাম।'' তিনি চেয়েছিলেন ম্যাচটা একেবারে শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যেতে। কারণ শেষ বলে সবসময়ই নার্ভের পরীক্ষা হয়। 

.