নৈশ পার্টিতে চিয়ারলিডারদের ডেকে বিসিসিআইয়ের রোষানলে দিল্লি

আইপিএল শুরুর প্রথম দিন থেকেই চিয়ারলিডার ছিল ক্রিকেট-বিনোদনের অপরিহার্য অঙ্গ। তবে মাঝে  দেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগে ম্যাচ গড়াপেটার কালি লাগতেই চিয়ারলিডারদের ‘অবাধ বিচরণে’ দাঁড়ি টানে বোর্ড।

Updated By: May 22, 2018, 06:24 PM IST
নৈশ পার্টিতে চিয়ারলিডারদের ডেকে বিসিসিআইয়ের রোষানলে দিল্লি

নিজস্ব প্রতিবেদন: দিল্লিকে সতর্ক করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দুর্নীতি দমন শাখা। ‘আইপিএল অভিযান’ শেষে দিল্লি ফ্রেঞ্জাইজির  নৈশ পার্টিতে ক্রিকেটারদের সঙ্গে চিয়ারলিডারদেরও ডাকা হয়েছে, আর এতেই চটেছে ভারতের ক্রিকেট সর্বনিয়ামক সংস্থা।

আরও পড়ুন- পুলিসি হেনস্থার শিকার জাদেজা পত্নী রিভা

আইপিএল শুরুর প্রথম দিন থেকেই চিয়ারলিডার ছিল ক্রিকেট-বিনোদনের অপরিহার্য অঙ্গ। তবে মাঝে  দেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগে ম্যাচ গড়াপেটার কালি লাগতেই চিয়ারলিডারদের ‘অবাধ বিচরণে’ দাঁড়ি টানে বোর্ড।

আরও পড়ুন- পল্ট্রির 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন থেকে সানিয়াকে সরে দাঁড়ানোর নির্দেশিকা

ম্যাচ পরবর্তী পার্টিতে চিয়ারলিডারদের উপস্থিতি নিষিদ্ধ করে দেয় বিসিসিআই। 

আরও পড়ুন- এই আইপিএলের পরেই কি অবসর নেবেন ধোনি ?

এটা জানা সত্ত্বেও কেন ম্যাচ শেষের নৈশ পার্টিতে চিয়ারলিডারদের নিয়ে যাওয়া হল, তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ বোর্ডের দুর্নীতি দমন শাখা।

আরও পড়ুন- সৌরভকে নিয়ে ওয়েব সিরিজের ভাবনা একতা কাপুরের

যদিও, দিল্লি ফ্রেঞ্জাইজির তরফে জানানো হয়েছে,  “চিয়ারলিডারদের সঙ্গে পার্টি করেনি ক্রিকেটাররা। তারা এসেছেন, নৈশভোজ সেরেই ফিরে গিয়েছেন। তবে দুর্নীতি দমন শাখা যেহেতু সাবধান করেছে, সেহেতু আমরা এ বিষয়ে বাড়তি নজর রাখব। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না”।      

.