দিল্লি ডায়নামোস দুই খেলোয়াড়কে প্র্যাকটিসে পাঠাল অস্ট্রেলিয়ায়
পেশাদারিত্বের পথে হাটছে ভারতীয় ফুটবল। আইএসএলের ফ্রাঞ্চাইজি দিল্লি ডায়নামোসের হাত ধরে নতুন দিক খুলে গেল এ দেশের ফুটবলে। অফ সিজনে সাধারণত নিজেদের ফ্রাঞ্চাইজির সঙ্গে অনুশীলন করেন ফুটবলাররা। ডায়নামোস অবশ্য অন্য পথে হাঁটল। তাদের দুই ফুটবলার শৌভিক চক্রবর্তী ও ডিফেন্ডার আনাসকে অনুশীলনের জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিল ডায়নামোস।
ওয়েব ডেস্ক: পেশাদারিত্বের পথে হাটছে ভারতীয় ফুটবল। আইএসএলের ফ্রাঞ্চাইজি দিল্লি ডায়নামোসের হাত ধরে নতুন দিক খুলে গেল এ দেশের ফুটবলে। অফ সিজনে সাধারণত নিজেদের ফ্রাঞ্চাইজির সঙ্গে অনুশীলন করেন ফুটবলাররা। ডায়নামোস অবশ্য অন্য পথে হাঁটল। তাদের দুই ফুটবলার শৌভিক চক্রবর্তী ও ডিফেন্ডার আনাসকে অনুশীলনের জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিল ডায়নামোস।
আরও পড়ুন- কলকাতা ময়দানে কি নতুন এক বাঙালি কোচের জন্ম হতে চলেছে?
বর্তমানে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সঙ্গে প্রাক মরশুমে অনুশীলন করছেন শৌভিকরা। বিশেষ এই শিবির চলবে সতেরোই অগাস্ট পর্যন্ত। অস্ট্রেলিয়ার মতো জায়গায় উন্নতমানের পরিকাঠামোয় অনুশীলন করতে পেরে উচ্ছ্বসিত এই দুই ফুটবলার। এখন দেখার এই যে নতুন ধারার জন্ম দিল দিল্লি ডায়নামোস তা পরবর্তী কালে 'ট্রেন্ড' হয় কিনা।