Rishabh Pant | IPL 2024: 'আমাদের বিরাট ক্ষতি', ঋষভের বিকল্প ভাবছেন রিকি! ব্রেকিং নিউজ তুলল ঝড়

Ricky Ponting offers clarity on Rishabh Pants role: ঋভকে নিয়ে বিরাট আপডেট দিলেন রিকি। গুরু এখনও চিন্তিত প্রিয় শিষ্য়কে নিয়ে! ঋষভ কি আদৌ খেলবেন সপ্তদশ আইপিএলে?

Updated By: Mar 11, 2024, 01:13 PM IST
Rishabh Pant | IPL 2024: 'আমাদের বিরাট ক্ষতি', ঋষভের বিকল্প ভাবছেন রিকি! ব্রেকিং নিউজ তুলল ঝড়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরের পর থেকে ঋষভ আর কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ খেলেননি। ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় (Rishabh Pant Car Accident) বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন। দীর্ঘ রিহ্য়াবের পর ঋষভ এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন ঠিকই। তবে রিহ্য়াব তাঁর চলছেই। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতীয় দলের এক নম্বর উইকেটকিপার-ব্য়াটার। জিম থেকে শুরু করে প্রস্তুতি ম্য়াচ খেলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ঋষভ। তবে সম্প্রতি দিল্লি ক্য়াপিটালসের (Delhi Capitals) হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting) তাঁর শিষ্য়কে নিয়ে যে আপডেট দিলেন, তা কিন্তু আবার ভাবাচ্ছে! 

আরও পড়ুন: Kolkata Derby: একতরফা ডার্বি জিতে মোহনবাগান শীর্ষে, প্লে-অফের আশা কার্যত শেষ ইস্টবেঙ্গলের

দ্য আইসিসি রিভিউ পডকাস্ট শোয়ে সঞ্জনা গণেশনের সঙ্গে আড্ডা দেন রিকি। সেখানেই তিনি ঋষভের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলে দেন। গুরু বলেন, 
'দেখুন যদি ঋষভ ফিট থাকে, তাহলে ও সোজা অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে। কিন্তু ও যদি পুরোপুরি ফিট না হয়ে ওঠে, তাহলে আমাদের ওর জন্য় অন্য় ভূমিকাই ভাবতে হবে। তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি সারা বিশ্ব তাকে আবার ক্রিকেট খেলতে দেখতে চায়। ঋষভের ক্রিকেটে রয়েছে সেই তারুণ্যের উচ্ছ্বাস। যদি ঋষভ সেটা করতে পারে, তাহলে আমি জানি ও দিল্লির হয়ে কিছু ম্যাচ জেতাবে এবং এই মরসুমে আমাদের ভালো কাটবে।'

ঋষভের সাম্প্রতিক আপডেট নিয়ে রিকি বলেন, 'বিগত কয়েক সপ্তাহে ঋষভ কিছু প্রস্তুতি ম্য়াচ খেলেছে। যেটা সত্য়িই আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক। আমি জানি ওর ফিটনেস এখন যে পর্যায়ে রয়েছে, তার জন্য় হাড়াভাঙা পরিশ্রম করেছে। ও ফিল্ডিং করেছে, কিপিং করেছে। ব্য়াটিং কোনও ইস্যু নয়। সত্যি বলতে আমাদের ঋষভকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম, চিন্তা তো ছিলই। আদৌ ও এই বছরের আইপিএলের জন্য সময়মতো তৈরি হতে পারবে কিনা! আমি এটা বলতে চাই যে, ঋষভের গতবছর না খেলা, আমাদের জন্য বিরাট ক্ষতি। তবে বিগত ১২-১৪ মাসে ও যে সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছে, তা ভেবে বর্ণনা করা সম্ভব নয়।' 

রিকির এই বক্তব্য়ের পর কোথাও একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। ঋষভের বিকল্প ইতিমধ্য়েই ভাবছে দিল্লি। কারণ স্টার ক্রিকেটাররে পুরোপুরি ফিটনেসে ফেরাা নিয়ে সন্দিহান তিনি। গতবছর রিকির পরিবর্তে দিল্লির মসনদে বসেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। ১০ দলীয় লড়াইয়ে দিল্লির পারফরম্য়ান্স ছিল একেবারে হতশ্রী। তারা লিগ টেবলে নয় নম্বরে শেষ করেছিল। ১৪ ম্য়াচের মধ্য়ে মাত্র পাঁচ ম্য়াচই জিততে পেরেছিল দিল্লি। দেখা যাক ঋষভ আদৌ ফিরতে পারেন কিনা বা ফিরলেও অধিনায়কত্ব দিতে পারেন কিনা! 

আরও পড়ুন: Lionel Messi | Israel Vs Palestine: মেসি নামেই মুক্তি বৃদ্ধার! হামাস অপহরণকারীও কিংবদন্তির প্রেমে

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.